ঢাকা : ক্ষমতার পালাবদল হলো আরব ভূখণ্ডের তেলসমৃদ্ধ দেশ কাতারে। পুত্র শেখ তামিমের হাতে দেশের দায়িত্বভার তুলে দিলেন আমির শেখ হামাদ। রাজ পরিবারের সদস্য এবং সমাজের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠকের পর, মঙ্গলবার পুত্রের হাতে ক্ষমতা তুলে দেন তিনি।
বিপুল তেল ও গ্যাসের মজুদ থাকায়, আরবের অন্যতম ধনী দেশ কাতার। প্রায় দেড়শ বছর ধরে দেশটি শাসন করছে আল থানি পরিবার। ১৯৯৫ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন শেখ হামাদ। তাঁর শাসনামলে আন্তর্জাতিক এবং আঞ্চলিক রাজনীতিতে, গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দেশটি। ২০০৩ সালে, দ্বিতীয় পুত্র শেখ তামিমকে উত্তরাধিকারী ঘোষণা করেন আমির শেখ হামাদ। ঘোষনা অনুযায়ী, মঙ্গলবার তরুণ নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন তিনি।
কাতারের আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির বলেন আমি শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিচ্ছি। আমার বিশ্বাস, তিনি দায়িত্ব পালনে সক্ষম এবং আত্মবিশ্বাসী। আশা করি, আমার মতো তাকেও আপনারা সমর্থন করবেন। ব্যক্তিগত স্বার্থে ক্ষমতা ধরে রাখার কোনো আগ্রহ আমার ছিল না। জাতির বৃহত্তর স্বার্থে আমরা একটি নতুন অধ্যায়ের সূচনা করছি।
নতুন আমিরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কেমন হবে, তা এখনো স্পষ্ট নয়। অনেকেই ধারণা করছেন, বাবা শেখ হামাদের নীতিমালাই বহাল রাখবেন তিনি। কেউ কেউ আবার বলছেন, বাবার তুলনায় আরো বেশি রক্ষণশীল হবেন শেখ তামিম। আমির পরিবর্তনের সঙ্গে কাতারের মন্ত্রিসভাতেও রদবদল হতে পারে বলে শোনা যাচ্ছে।(ডিনিউজ)
বিপুল তেল ও গ্যাসের মজুদ থাকায়, আরবের অন্যতম ধনী দেশ কাতার। প্রায় দেড়শ বছর ধরে দেশটি শাসন করছে আল থানি পরিবার। ১৯৯৫ সালে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসেন শেখ হামাদ। তাঁর শাসনামলে আন্তর্জাতিক এবং আঞ্চলিক রাজনীতিতে, গুরুত্বপূর্ণ হয়ে ওঠে দেশটি। ২০০৩ সালে, দ্বিতীয় পুত্র শেখ তামিমকে উত্তরাধিকারী ঘোষণা করেন আমির শেখ হামাদ। ঘোষনা অনুযায়ী, মঙ্গলবার তরুণ নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তর করলেন তিনি।
কাতারের আমির শেখ হামাদ বিন খালিফা আল থানির বলেন আমি শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে ক্ষমতা হস্তান্তরের ঘোষণা দিচ্ছি। আমার বিশ্বাস, তিনি দায়িত্ব পালনে সক্ষম এবং আত্মবিশ্বাসী। আশা করি, আমার মতো তাকেও আপনারা সমর্থন করবেন। ব্যক্তিগত স্বার্থে ক্ষমতা ধরে রাখার কোনো আগ্রহ আমার ছিল না। জাতির বৃহত্তর স্বার্থে আমরা একটি নতুন অধ্যায়ের সূচনা করছি।
নতুন আমিরের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি কেমন হবে, তা এখনো স্পষ্ট নয়। অনেকেই ধারণা করছেন, বাবা শেখ হামাদের নীতিমালাই বহাল রাখবেন তিনি। কেউ কেউ আবার বলছেন, বাবার তুলনায় আরো বেশি রক্ষণশীল হবেন শেখ তামিম। আমির পরিবর্তনের সঙ্গে কাতারের মন্ত্রিসভাতেও রদবদল হতে পারে বলে শোনা যাচ্ছে।(ডিনিউজ)
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়