ঢাকা : আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের দেয়া উকিল নোটিশের জবাব দিলেন।
মঙ্গলবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল মতিন খসরুর মাধ্যমে তারেকের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের কাছে নোটিশের জবাব দেয়া হয়। পরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
নোটিশের জবাবে বলা হয়েছে, এতে তারেক রহমানের বিভিন্ন দুর্নীতি ও মামলার চিত্র তুলে ধরে বলা হয়, গ্রেফতারি পরোয়ানা থাকা সত্বেও তারেক রহমান আদালত থেকে দূরে সরে আছেন। তিনি যুক্তরাজ্য ও সৌদি আরবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন। আদালতে উপস্থিত না হয়ে এ ধরনের বক্তব্য বিবৃতি দিয়ে তিনি আদালতের প্রতি অবজ্ঞা দেছিয়েছেন।
তারেকের দেয়া ওই উকিল নোটিশকে বিকৃত, উদ্দেশ্যমূলক ও বানোয়াট বলে দাবি করেন আব্দুল মতিন খসরু।
রাজনৈতিক অসৎ উদ্দেশ্য থেকেই কামরুল ইসলামকে ওই নোটিশ দেয়া হয়েছে বলেও জবাবে উল্লেখ করে তারেকের আইনজীবীকে ওই লিগ্যাল নোটিশ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।(ডিনিউজ)
মঙ্গলবার সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আব্দুল মতিন খসরুর মাধ্যমে তারেকের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামালের কাছে নোটিশের জবাব দেয়া হয়। পরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
নোটিশের জবাবে বলা হয়েছে, এতে তারেক রহমানের বিভিন্ন দুর্নীতি ও মামলার চিত্র তুলে ধরে বলা হয়, গ্রেফতারি পরোয়ানা থাকা সত্বেও তারেক রহমান আদালত থেকে দূরে সরে আছেন। তিনি যুক্তরাজ্য ও সৌদি আরবে রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন। আদালতে উপস্থিত না হয়ে এ ধরনের বক্তব্য বিবৃতি দিয়ে তিনি আদালতের প্রতি অবজ্ঞা দেছিয়েছেন।
তারেকের দেয়া ওই উকিল নোটিশকে বিকৃত, উদ্দেশ্যমূলক ও বানোয়াট বলে দাবি করেন আব্দুল মতিন খসরু।
রাজনৈতিক অসৎ উদ্দেশ্য থেকেই কামরুল ইসলামকে ওই নোটিশ দেয়া হয়েছে বলেও জবাবে উল্লেখ করে তারেকের আইনজীবীকে ওই লিগ্যাল নোটিশ প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে।(ডিনিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়