ঢাকা : অবশেষে এক মাস পর সমাবেশ করার অনুমতি পেল বিএনপি। বুধবার বিকাল ৩ টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করবে দলটি।
মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ অনুমতি দেয়া হয়।
কিন্তু উন্মুক্ত স্থানে অনুমতি না দিয়ে সোহরাওয়াদী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশন (ডিএমপি)। এর আগে মঙ্গলবার দুপুরে বিরোধী দলের ভারপ্রাপ্ত চিফ হুইপ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম অনুমতির বিষয়ে আলোচনার জন্য মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদের সঙ্গে বৈঠক করেন। এ সময় পুলিশের পক্ষ থেকে খোলা স্থানে সমাবেশ না করে কোন মিলনায়তনে কর্মসূচি পালনের পরামর্শ দেয়া হয়।
ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম জানান, তাঁরা অনুমতি পেয়েছেন। এর আগে সমাবেশ করতে আজ দুপুর পর্যন্ত পুলিশের অনুমতি পায়নি বিএনপি।
গত ১৯ মে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর চট্টগ্রামের মিরসরাই গিয়ে জানান, ঢাকায় এক মাস সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। তাঁর ঘোষণা অনুযায়ী ওই নিষেধাজ্ঞার মেয়াদ ১৮ জুন শেষ হবে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় বলেছিলেন, বিশৃঙ্খলা হবে না—এমন নিশ্চয়তা পেলে সভা-সমাবেশের অনুমতি দেওয়া হবে। আজ সংসদে তিনি বিএনপিকে দেয়ালঘেরা জায়গায় সভা-সমাবেশ করার পরামর্শ দেন।(ডিনিউজ)
মঙ্গলবার বিকেলে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এ অনুমতি দেয়া হয়।
কিন্তু উন্মুক্ত স্থানে অনুমতি না দিয়ে সোহরাওয়াদী উদ্যানে সমাবেশ করার অনুমতি দেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশন (ডিএমপি)। এর আগে মঙ্গলবার দুপুরে বিরোধী দলের ভারপ্রাপ্ত চিফ হুইপ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম অনুমতির বিষয়ে আলোচনার জন্য মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদের সঙ্গে বৈঠক করেন। এ সময় পুলিশের পক্ষ থেকে খোলা স্থানে সমাবেশ না করে কোন মিলনায়তনে কর্মসূচি পালনের পরামর্শ দেয়া হয়।
ঢাকা মহানগর বিএনপির সদস্যসচিব আবদুস সালাম জানান, তাঁরা অনুমতি পেয়েছেন। এর আগে সমাবেশ করতে আজ দুপুর পর্যন্ত পুলিশের অনুমতি পায়নি বিএনপি।
গত ১৯ মে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর চট্টগ্রামের মিরসরাই গিয়ে জানান, ঢাকায় এক মাস সভা-সমাবেশ করতে দেওয়া হবে না। তাঁর ঘোষণা অনুযায়ী ওই নিষেধাজ্ঞার মেয়াদ ১৮ জুন শেষ হবে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় বলেছিলেন, বিশৃঙ্খলা হবে না—এমন নিশ্চয়তা পেলে সভা-সমাবেশের অনুমতি দেওয়া হবে। আজ সংসদে তিনি বিএনপিকে দেয়ালঘেরা জায়গায় সভা-সমাবেশ করার পরামর্শ দেন।(ডিনিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়