Monday, June 17

রাবিতে আবারো শিবিরের মহড়া

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে আবারো প্রকাশ্যে মোহড়া দিলো ছাত্রশিবির। সোমবার বেলা ১২ টার দিকে তারা এ মহড়া চালায়। এতে ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রক্টরের অনরোধে তারা ক্লাসে চলে যায়। 
প্রতক্ষ্যদর্শীরা জানায়, সকাল থেকেই শিবির কর্মীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে ক্যাম্পাসে আসতে থাকে। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবন, রবীন্দ্র ভবনের সামনে, টুকিটাকি চত্ত্বর, ইবলিশ চত্ত্বরসহ বেশ কয়েকটি পয়েন্টে দলে দলে এসে অবস্থান নেয়। পরে বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক আজিজুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন পয়েন্টে অবস্থান নেওয়া শিবিরকর্মীরা একযোগে পুরো ক্যাম্পাসে শো-ডাউন শুরু করে। প্রায় ঘণ্টাব্যাপী শো-ডাউন শেষে দুপুর ১২টার দিকে প্রায় তিন শতাধিক শিবির কর্মী শহীদুল্লাহ কলাভবনের সামনে এসে জড় হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান শিবিরকর্মীদের ক্লাসে চলে যেতে অনুরোধ করলে তারা শহীদুল্লাহ কলাভবনের ভিতরে ঢুকে পড়েন। 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, অনেক আগে থেকেই ক্যাম্পাসে সব ধরনের মিছিল-মিটিং-এর উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে তাদেরকে সতর্ক করে দেয়া হয়েছে। এরপরে তারা এভাবে অবস্থান নিলে পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। 
উল্লেখ্য, রাজশাহীতে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল জয়লাভ করায় শনিবার রাত থেকেই শিবির ক্যাম্পাসে প্রবেশ করে। গত রোববারও তারা ক্যাম্পাসে শো-ডাউন দেয়। (ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়