ঢাকা:দীর্ঘদিন ধরে মোহামেডান স্পোর্টি ক্লাব লি:এ হতাশাজনক পারফরম্যান্স বিরাজ করছে। এ অবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে চাই। নিজেদের ভালো করার প্রচেষ্ঠা থাকবে এবার। ১৯৮৯ সালে সর্বশেষ বিদেশী খেলোয়াড় ছাড়া লিগ অনুষ্ঠিত হয়। এবার তা অনুষ্ঠিত হওয়ায় স্থানীয় ৪ জন খেলোয়াড় এর ফলে সুযোগ পাবে। এ কথা বললেন ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের কোচ সাইফুল বারি টিটো। সুপার লিগে অংশ নেয়া ৮টি দল নিয়ে ধারাবাহিক সংবাদ সন্মেলনের তৃতীয় দিনে মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয় মোহামেডান স্পোর্টিং ক্লাব ও টিম বিজেএমসি। শুরুতেই বক্তব্য রাখেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও সুপার কাপের কো স্পন্সর ওয়ালটন এর ইকবাল বিন আনোয়ার ডন। কোচ টিটো আরো বলেন, মোহামেডানে ফিটনেস ঘাটতি রয়েছে। প্রতিটি টিমে লোকাল প্লেয়াররাই ম্যাচের গতি ফিরিয়ে দিবে। লোকাল কালেকশন যাদের ভালো তাদের রেজাল্ট ভালো হবে। মোহামেডান অধিনায়ক মতিউর মুন্না বলেন, মোহামেডান টিম দীর্ঘদিন ধরে কোনো ট্রফি পাচ্ছে না। এবার আমরা চেষ্টা করব ভালো কিছু করার। মোহামেডানের সহকারী কোচ এবং জাতীয় দলের সাবেক গোল কিপার ইমতিয়াজ আহমেদ নকিব বলেন, তরুণদের প্রতি আমি আশাবাদি। আশাকরি মোহামেডান এবার চ্যাম্পিয়ন হবে। অন্যদিকে টিম বিজেএমসির কোচ জাকারিয়া বাবু বলেন, আমরা আশাবাদি। আমরা জয়ের লক্ষ্য নিয়েই এগোবো।টিম বিজেএমসির অধিনায়ক অমিত খান শুভ্র বলেন, ফুটবলে আমাদের উন্নতি করতে হলে স্থানীয়দের নিয়েই এগিয়ে যেতে হবে। বিদেশী খেলোয়াড় কমাতে হবে। এর ফলে ভালো খেলোয়াড় বেরিয়ে আসবে।
উল্লেখ্য, এবারকার সুপার কাপে কো স্পন্সর ওয়ালটন বাফুফেকে ১৫ লক্ষ টাকা দিচ্ছে। এছাড়া সেরা খেলোয়াড়ের জন্য একটি মোটর সাইকেল পুরষ্কার দিচ্ছে ওয়ালটন।
লুডভিক ডি ক্রইফ ১৩জুন আসছেন
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাচ কোচ লুডভিক ডি ক্রইফ এবং তার সহকারী রেনে কোস্টার আগামী ১৩ জুন বাংলাদেশে আসছেন। তারা গ্রামীণফোন সুপার কাপের খেলা প্রত্যক্ষ করবেন। ১৮ জুন তারা বাংলাদেশ ত্যাগ করবেন।
ডিনিউজবিডি/সোহেল
উল্লেখ্য, এবারকার সুপার কাপে কো স্পন্সর ওয়ালটন বাফুফেকে ১৫ লক্ষ টাকা দিচ্ছে। এছাড়া সেরা খেলোয়াড়ের জন্য একটি মোটর সাইকেল পুরষ্কার দিচ্ছে ওয়ালটন।
লুডভিক ডি ক্রইফ ১৩জুন আসছেন
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাচ কোচ লুডভিক ডি ক্রইফ এবং তার সহকারী রেনে কোস্টার আগামী ১৩ জুন বাংলাদেশে আসছেন। তারা গ্রামীণফোন সুপার কাপের খেলা প্রত্যক্ষ করবেন। ১৮ জুন তারা বাংলাদেশ ত্যাগ করবেন।
ডিনিউজবিডি/সোহেল
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়