চট্টগ্রাম : পরিবেশ ও বনমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেই। তত্ত্বাবধায়কের অধীনে নির্বাচন না হলে দেশে মহাপ্রলয় সৃষ্টির যারা হুমকি দিচ্ছেন অতীতের মতো জনগণকে সাথে নিয়ে তাদের প্রতিহত করা হবে।’
আজ শুক্রবার সকালে চট্টগ্রামে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
দৈনিক সমকালের সুহৃদ সমাবেশের উদ্যোগে পত্রিকাটির চট্টগ্রাম কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা ২০১৩-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম বিএনপি সংসদে এসে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কেমন হওয়া উচিত সে ব্যাপারে কথা বলবে। কিন্তু তা না করে সংসদে গিয়ে তাদের সাংসদরা ক্রমাগত অশালীন বক্তব্য দিচ্ছেন।’ তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক নয়, আলোচনা হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বির্তাকিকদের উদ্দেশ্যে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিতর্ক মানুষের ভেতরের জগত জাগিয়ে সাহসী ও যুক্তিবাদী করে তোলে।’ তিনি বির্তকের মাধ্যমে নেতৃত্বের গুণাবলী অর্জন করে দেশের কল্যাণে এগিয়ে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
এর আগে মন্ত্রী বেলুন উড়িয়ে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় হা-মীম গ্র“পের চেয়ারম্যান এম এ মোতালেব, ওই গ্র“পের ডিজিএম সুজিত কুমার দাশ ও দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান সারোয়ার সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।(ডিনিউজ)
আজ শুক্রবার সকালে চট্টগ্রামে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
দৈনিক সমকালের সুহৃদ সমাবেশের উদ্যোগে পত্রিকাটির চট্টগ্রাম কার্যালয়ে বিভাগীয় পর্যায়ের জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা ২০১৩-এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, ‘আমরা আশা করেছিলাম বিএনপি সংসদে এসে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা কেমন হওয়া উচিত সে ব্যাপারে কথা বলবে। কিন্তু তা না করে সংসদে গিয়ে তাদের সাংসদরা ক্রমাগত অশালীন বক্তব্য দিচ্ছেন।’ তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক নয়, আলোচনা হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বির্তাকিকদের উদ্দেশ্যে ড. হাছান মাহমুদ বলেন, ‘বিতর্ক মানুষের ভেতরের জগত জাগিয়ে সাহসী ও যুক্তিবাদী করে তোলে।’ তিনি বির্তকের মাধ্যমে নেতৃত্বের গুণাবলী অর্জন করে দেশের কল্যাণে এগিয়ে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।
এর আগে মন্ত্রী বেলুন উড়িয়ে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় হা-মীম গ্র“পের চেয়ারম্যান এম এ মোতালেব, ওই গ্র“পের ডিজিএম সুজিত কুমার দাশ ও দৈনিক সমকালের চট্টগ্রাম ব্যুরো প্রধান সারোয়ার সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।(ডিনিউজ)
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়