কানাইঘাটের চতুল ঈদগাহ বাজার থেকে গত মঙ্গলবার রাতে কানাইঘাট থানা পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ মাদক ব্যবসায়ী মুশাহিদ আলীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। থানার এস.আই. শফিক বাদী হয়ে মঙ্গলবার পুলিশের উপর হামলা ও আসামী ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২৫জনের নাম উল্লেখ করে আরো অজ্ঞাতনামা ২০-২৫জনকে আসামী করে পুলিশ এসল্ট মামলা দায়ের করেন। মামলা নং- (২০) ২৬-০৬-১৩ইং। এদিকে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া আসামী চতুল ঈদগাহ বাজারে মাদক ব্যবসায়ী মুশাহিদ আলী কিংবা এসল্ট মামলার অভিযুক্তদের এখন পর্যন্ত থানা পুলিশ বিভিন্ন স্থানে সাড়াশী অভিযান পরিচালনা করলেও কাউকে গ্রেফতার করতে পারেনি। আজ সিলেট উত্তর সার্কেলের এ.এস.পি মহি উদ্দিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেন। আসামীদের ধরতে পুলিশি অভিযান চলছে বলে থানার ওসি আব্দুল হাই “কানাইঘাট নিউজকে” জানিয়েছেন। এদিকে গ্রেফতার আতংকে চতুল ঈদগাহ বাজার ও আশপাশের গ্রামগুলোতে পুরুষ শূণ্যতা বিরাজ করছে। ঘটনার পরই মাদক সম্রাট মুশাহিদ আলী ও তার সহযোগীরা গা ঢাকা দিয়েছে। উল্লেখ্য যে গত মঙ্গলবার রাতে চতুল ঈদগাহ বাজারে থানার এস.আই মাসুদ পারভেজের নেতৃত্বে একদল পুলিশ ঈদগাহ বাজার থেকে মুশাহিদ আলীকে গাজা সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসার পথে বাজারে অতর্কিতভাবে পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ এ মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে যায় তার সহযোগী ও উশৃঙ্খল লোকজন। হামলায় এস.আই মাসুদ পারভেজ ও পুলিশ কনস্টেবল বজলুর রশিদ, গ্রাম পুলিশ বাবুল আহমদ গুরুতর আহত হন। আহতদের মধ্যে মাসুদ পারভেজকে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার রাতে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স থেকে সিলেট ওমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়