ঢাকা : জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবালের বিবাহোত্তর বৌভাত অনুষ্ঠানে যোগ দেবেন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ দেবার কথা শোনা গেলেও তিনি যোগ দিচ্ছেন না বলে ডিনিউজকে জানিয়েছেন তামিমের চাচা সাবেক ক্রিকেটার আকরাম খান।
রাতে বেগম খালেদা জিয়া যোগ দেবেন বলে জানান আকরাম খান।
অনুষ্ঠানে দেশে শীর্ষ রাজনীতিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ, জাতীয় দলের ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে। ঢাকায় প্রায় দুই হাজার দাওয়াতপত্র বিতরণ করেছেন তামিম।
গত ২৩ জুন চট্টগ্রাম ক্লাবে জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।(ডিনিউজ)
খবর বিভাগঃ
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়