নিজস্ব প্রতিবেদকঃ
ব্র্যাক ওয়াশ কর্মসূচী সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ বুধবার সকাল ১০টায় কানাইঘাট পৌরসভা কার্যালয় মিলনায়তন হলে ওয়াটার, স্যানিটেশন এন্ড হাইজিন বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র্যাক ওয়াশ ও কানাইঘাট পৌরসভার যৌথ উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র লুৎফুর রহমান। ব্র্যাক ওয়াশ কর্মসূচীর কানাইঘাটের পরিচালক মোঃ মোবারক হোসেনের পরিচালনায় কর্মশালার শুরুতে কানাইঘাটে ব্র্যাক ওয়াশের কর্মসূচীর চিত্র তুলে ধরেন উপজেলা সিনিয়র ম্যানেজার মোঃ হাবিবুর রহমান। বিভিন্ন মতামত তুলে ধরে বক্তব্য রাখেন, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম.এ.হান্নান, রামিজা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুন আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এখলাছুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র কাউন্সিলার হাজী আব্দুল মালিক, কানাইঘাট বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, পৌর কাউন্সিলার শরিফুল হক, ফখরুদ্দিন শামীম, রহিম উদ্দিন ভরসা, হাবিব আহমদ, সাংবাদিক নিজাম উদ্দিন, আব্দুন নুর, মাওঃ মুহিবুর রহমান, মাষ্টার শাহাব উদ্দিন, মাষ্টার নুর উদ্দিন, শিবনগর গ্রাম ব্র্যাক ওয়াশ কমিটির সভাপতি মাওঃ ফরিদ উদ্দিন, মহিলা কাউন্সিলার আসমা বেগম, ব্র্যাক ওয়াশের কানাইঘাটের ফিল্ড অফিসার স্বপন কুমার সিংহ, কর্মসূচীর সংগঠক মোঃ কামাল হোসেন, কর্মসূচীর সহকারী রিমা রানী চন্দ, সালমা বেগম প্রমুখ। কানাইঘাট পৌরসভার অর্ন্তভুক্ত গ্রামগুলোকে শতভাগ স্যানিটেশনের আওতায় আনার জন্য পৌর কর্তৃপ ও ব্র্যাক ওয়াশ যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যাক্ত করেন পৌর মেয়র লুৎফুর রহমান। এছাড়া বিশুদ্ধ পানি স্বাস্থ্য বিধি বিষয় ব্র্যাক ওয়াশ কর্মসূচীর প্রশংসা করেন কর্মশালায় অংশগ্রহণকারী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক, মসজিদ মাদ্রাসার, ইমাম আলেমগণ।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়