Friday, June 28

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাই উপজেলার বাণিজ্যিক রাজধানী খ্যাত বারইয়ারহাট পৌরবাজারে চারলেনের কাজের ধীর গতির কারণে এক পশলা বৃষ্টিতে যানজট তীব্র হয়ে উঠে। শুক্রবার সকাল থেকে একটানা বৃষ্টির ফলে বারইয়ারহাট পৌরবাজার এলাকায় যানজট অব্যাহত ছিল। এছাড়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে দীর্ঘ যানজট লক্ষ্য করা গেছে।
সরেজমিনে দেখা গেছে, বারইয়ারহাট পৌরবাজারে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক তিনভাগে বিভক্ত। এই তিনভাগের মাঝের অংশে চারলেন প্রকল্পের কাজ চলতি বছরের এপ্রিল থেকে শুরু হয়। এছাড়া মহাসড়কের পূর্বাংশ ও পশ্চিমাংশে অবৈধ স্থাপনাসহ সিএনজিঅটোরিক্সা, পিকআপ, বাসও মিনিবাসের অঘোষিত স্ট্যান্ড যানজটের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। চলতি বছরের বিগত সময়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের চারলেনের এই প্রকল্পের কাজ দুই বার পরিদর্শন করেন। এসময় তিনি আসন্ন রমজানের আগে কাজ সম্পন্ন করারও নির্দেশ দেন। কিন্তু তার সেই নির্দেশনা অনুযায়ী আসন্ন রমজানের পূর্বে কাজ সম্পন্ন হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। কাজের ধীর গতির কারণে এই সংশয় দেখা দিয়েছে। পূর্বে মহাসড়কের বারইয়ারহাট অংশে মেরামতের কাজ নিম্ম হওয়ায় বারবার সড়কের এই অংশে যানচলাচল অযোগ্য হয়ে পড়তো বর্ষা ও শুষ্ক মৌসুমে। তাই চলতি বছরের এপ্রিল মাস থেকে সড়কের বারইয়ারহাট অংশে ঢালাইয়ের মাধ্যমে মেরামত কাজ চলছে।
সরেজমিনে দেখা গেছে, ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের বারইয়ারহাট থেকে সোনাপাহাড় পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ যানজট এবং ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরী ব্রীজ থেকে বিএসআরএম স্টীল মিল এলাকা পর্যন্ত দীর্ঘ ৯ কিলোমিটার যানজট ছিল।
জোরারগঞ্জ চৌধুরীহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেহেদী হাসান বলেন, মহাসড়কের সীতাকুন্ড উপজেলায় সড়ক দুর্ঘটনার কারণে ভোররাত ৪টা থেকে সকাল পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। একসাথে সবগুলো গাড়ি চলাচল ছাড়াও বারইয়ারহাট পৌরবাজার এলাকায় চারলেন প্রকল্পের চলমান কাজ ও বৃষ্টির কারণে গর্ত সৃষ্টি হওয়ায় যানজট লেগে ছিল। তবে আমাদের পুরো টিম যানজট নিরসনের জন্য সর্বাতœক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চারলেন প্রকল্পের (মিরসরাই অংশ) রেজা কন্সট্রাকশনের প্রকল্প ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেন কাজের ধীরগতি স্বীকার করে বলেন বৃষ্টির কারণে কাজ করতে সমস্যা হচ্ছে। বর্তমানে বারইয়ারহাট পৌরসভার চলমান কাজ শেষ পর্যায়ে আসন্ন ঈদের আগে সড়কের এই অংশ যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়