গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): চাঁপাইনবাবগঞ্জের রহনপুর পৌরসভার ২০১৩-১৪ অর্থ বছরের ১৫ কোটি ৪০ লক্ষ ২৮ হাজার ৯ শত ৩৭ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়। উন্মুক্ত বাজেট সভায় বাজেট পেশ করেন রহনপুর পৌর মেয়র গোলাম মোস্তফা বিশ্বাস। বৃহস্পতিবার বিকালে রহনপুর পৌর কার্যালয় চত্বরে আয়োজিত উন্মুক্ত বাজেট সভায় সভাপতিত্ব করেন রহনপুর পৌর মেয়র গোলাম মোস্তফা বিশ্বাস। এ সময় রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব রওনক-ই খোদা, উপসহকারী প্রকৌশলী নুরুল ইসলাম, রহনপুর বাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আলী, অবঃ অধ্যক্ষ আনোয়ার হোসাইন, সকল কাউন্সিলর , স্থানীয়গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ১৫ কোটি ৪০ লক্ষ ২৮ হাজার ৯ শত ৩৭ টাকা । এর মধ্যে উন্নয়ন আয় ১০ কোটি ৯৮ লক্ষ ৭৪ হাজার ২ শত ৪৩ টাকা ও রাজস্ব আয় ধরা হয়েছে ৪ কোটি ৪১ লক্ষ ৫৪ হাজার ৬ শত ৯৪ টাকার । সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১৫ কোটি ১৭ লক্ষ ২১ হাজার ২ শত ৪৩ টাকা। এর মধ্যে এর মধ্যে উন্নয়ন ব্যয় ১০ কোটি ৯৮ লক্ষ ৭৪ হাজার ২ শত ৪৩ টাকা ও রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ১৮ লক্ষ ৪৭ হাজার টাকা। সম্ভাব্য জের ধরা হয়েছে ২৩ লক্ষ ৭ হাজার ৬ শত ৯৪ টাকা।(ডিনিউজ)
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়