নাটোর: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রশিবির নেতাকে পুলিশ পরিচয়ে আটকের ৪৮ ঘন্টা পরও আদালতে হাজির না করার প্রতিবাদে এবং তাদের গুম করার আশংকায় নাটোর, রাজশাহী ও চাপাইনবাবগঞ্জ জেলায় ডাকা বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালে নাটোরে পিকেটিং, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ও উপজেলা ছাত্রশিবির।
সকালে শহরের চকরামপুর এলাকা থেকে জেলা ছাত্রশিবিরের একটি মিছিল শুরু হয়ে মাদরাসা মোড় প্রদক্ষিণ করে একই এলাকায় এসে শেষ হয়। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে শিবির কর্মিরা। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। পরে রাস্তা অবরোধ করে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা শিবিরের সভাপতি আলী আল মাসুদ মিলন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যারা। বক্তারা বলেন, গত সোমবার বিকালে রাবি শিবিরের অর্থ সম্পাদক তাজাম্মুল হক ও ছাত্রকল্যাণ সম্পাদক আজিজুর রহমানকে ঢাকার শাহজাদপুর এলাকা থেকে পুলিশ পরিচয়ে আটক করা হয়। এখন পর্যন্ত তাদের আদালতে হাজির করা হয়নি, অবিলম্বে তাদের আদালতে হাজির করতে হবে। আদালতে হাজির না করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিবির নেতা মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহর মতো আটকের পর গুমের ঘটনা এবারো ঘটলে দেশ অচল করে দেয়া হবে।
এদিকে হরতালের কারনে নাটোর থেকে দূরপাল্লার বা অভ্যন্তরীণ কোন বাস চলাচল করেনি। শহরের উল্লেখ্যযোগ্য ব্যবসা প্রতিষ্ঠান খোলেনি । ব্যাংক বীমা ও সরকারী অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। শহরে রিক্সা অটোরিক্সা চলাচল করেছে। শহরে র্যাবের ভ্রাম্যমান দল টহল দেয় এবং বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়। জেলার সব উপজেলা ছাত্রশিবির ও হরতালে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে। (ডিনিউজ)
সকালে শহরের চকরামপুর এলাকা থেকে জেলা ছাত্রশিবিরের একটি মিছিল শুরু হয়ে মাদরাসা মোড় প্রদক্ষিণ করে একই এলাকায় এসে শেষ হয়। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করে শিবির কর্মিরা। এ ঘটনায় ওই এলাকায় ব্যাপক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়। পরে রাস্তা অবরোধ করে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা শিবিরের সভাপতি আলী আল মাসুদ মিলন, সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ অন্যারা। বক্তারা বলেন, গত সোমবার বিকালে রাবি শিবিরের অর্থ সম্পাদক তাজাম্মুল হক ও ছাত্রকল্যাণ সম্পাদক আজিজুর রহমানকে ঢাকার শাহজাদপুর এলাকা থেকে পুলিশ পরিচয়ে আটক করা হয়। এখন পর্যন্ত তাদের আদালতে হাজির করা হয়নি, অবিলম্বে তাদের আদালতে হাজির করতে হবে। আদালতে হাজির না করে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিবির নেতা মুকাদ্দাস ও ওয়ালিউল্লাহর মতো আটকের পর গুমের ঘটনা এবারো ঘটলে দেশ অচল করে দেয়া হবে।
এদিকে হরতালের কারনে নাটোর থেকে দূরপাল্লার বা অভ্যন্তরীণ কোন বাস চলাচল করেনি। শহরের উল্লেখ্যযোগ্য ব্যবসা প্রতিষ্ঠান খোলেনি । ব্যাংক বীমা ও সরকারী অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতি ছিল কম। শহরে রিক্সা অটোরিক্সা চলাচল করেছে। শহরে র্যাবের ভ্রাম্যমান দল টহল দেয় এবং বিভিন্ন স্থানে পুলিশ মোতায়েন করা হয়। জেলার সব উপজেলা ছাত্রশিবির ও হরতালে পিকেটিং ও বিক্ষোভ মিছিল করেছে। (ডিনিউজ)
খবর বিভাগঃ
অন্য জেলা
সর্বশেষ সংবাদ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়