ঢাকা : বর্ণবাদবিরোধী অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার শারীরিক অবস্থা 'নিয়ন্ত্রণের বাইরে' বলে জানিয়েছেন তার মেয়ে মাকাজিউই ম্যান্ডেলা।
গত মে মাসে এক অনুষ্ঠানে বাবা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বলছেন মেয়ে মাকাজিউই ম্যান্ডেলা।
তিনি জানান, তাদের পুরো পরিবার এখন আবার প্রিটোরিয়ার হাসপাতালে অবস্থান করছে।
সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশনকে মাকাজিউই বলেছেন, "আবারো বলছি, তার অবস্থা এতই সংকটাপন্ন যে যেকোনো কিছু হয়ে যেতে পারে।"
'তবে যাওয়ার সময় কখন তা ঈশ্বরই জানেন' মন্তব্য করে ম্যান্ডেলার বড় মেয়ে বলেন, "আমরা তার সঙ্গে অপেক্ষা করব। তিনি এখনো আমাদের আশান্বিত করছেন, চোখ খুলছেন।"
ম্যান্ডেলা স্পর্শে সাড়া দিচ্ছেন জানিয়ে মাকাজিউই বলেন, "চূড়ান্ত পরিণতির আগ পর্যন্ত আমরা সেই আশা নিয়ে থাকব।"
ফুসফুসে সংক্রমণ নিয়ে গত ৮ জুন প্রিটোরিয়া হাসপাতালে ভর্তি হন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা।
তার শারীরিক অবস্থার অবনতির কারণে দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমা তার মোজাম্বিক সফর বাতিল করেছেন।
প্রিয় নেতার চিরবিদায়ের সময় ঘনিয়ে এসেছে আশঙ্কা করে প্রিটোরিয়া হাসপাতালের সামনে মোমবাতি জ্বালিয়ে রেখেছেন তার ভক্তরা।(ডিনিউজ)
গত মে মাসে এক অনুষ্ঠানে বাবা নেলসন ম্যান্ডেলা সম্পর্কে বলছেন মেয়ে মাকাজিউই ম্যান্ডেলা।
তিনি জানান, তাদের পুরো পরিবার এখন আবার প্রিটোরিয়ার হাসপাতালে অবস্থান করছে।
সাউথ আফ্রিকান ব্রডকাস্টিং কর্পোরেশনকে মাকাজিউই বলেছেন, "আবারো বলছি, তার অবস্থা এতই সংকটাপন্ন যে যেকোনো কিছু হয়ে যেতে পারে।"
'তবে যাওয়ার সময় কখন তা ঈশ্বরই জানেন' মন্তব্য করে ম্যান্ডেলার বড় মেয়ে বলেন, "আমরা তার সঙ্গে অপেক্ষা করব। তিনি এখনো আমাদের আশান্বিত করছেন, চোখ খুলছেন।"
ম্যান্ডেলা স্পর্শে সাড়া দিচ্ছেন জানিয়ে মাকাজিউই বলেন, "চূড়ান্ত পরিণতির আগ পর্যন্ত আমরা সেই আশা নিয়ে থাকব।"
ফুসফুসে সংক্রমণ নিয়ে গত ৮ জুন প্রিটোরিয়া হাসপাতালে ভর্তি হন দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা।
তার শারীরিক অবস্থার অবনতির কারণে দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট জ্যাকব জুমা তার মোজাম্বিক সফর বাতিল করেছেন।
প্রিয় নেতার চিরবিদায়ের সময় ঘনিয়ে এসেছে আশঙ্কা করে প্রিটোরিয়া হাসপাতালের সামনে মোমবাতি জ্বালিয়ে রেখেছেন তার ভক্তরা।(ডিনিউজ)
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়