ঢাকা : অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দলের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের একদিন পর আজ (বৃহস্পতিবার) দেশটির প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছে কেভিন রাড।
গভর্নমেন্ট হাউজে তিনি গভর্নর-জেনারেল কুয়েন্টিন ব্রাইসের সামনে শপথ নেন। এরপর কেভিন রাড পার্লামেন্টে সংক্ষিপ্ত ভাষণে বিদায়ী প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের প্রতি শ্রদ্ধা জানান। গিলার্ড ক্ষমতাসীন লেবার পার্টির প্রধানের পদ হারানোর পর বুধবারই রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন।
আগামী ১৪ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনমত জরিপ বলছে, ওই নির্বাচনে লেবার পার্টি পরাজিত হবে।
ক্ষমতাসীন দল ও প্রধানমন্ত্রী পদে পরিবর্তন আসার পর সে নির্বাচন এগিয়ে আনা হবে কিনা তা মিস্টার রাডকে পরিষ্কার করতে বলেছেন বিরোধীদলীয় নেতা টনি অ্যাবোট।
তিনি নয়া প্রধানমন্ত্রী হিসেবে রাডকে অভিনন্দন জানিয়ে বলেন, অস্ট্রেলিয়ার জনগণকে এখন তাদের প্রকৃত প্রধানমন্ত্রী নির্বাচনের সুযোগ দেয়া উচিত। সেটি করতে হলে এখনই নির্বাচন দেয়ার বিকল্প নেই।(ডিনিউজ)
গভর্নমেন্ট হাউজে তিনি গভর্নর-জেনারেল কুয়েন্টিন ব্রাইসের সামনে শপথ নেন। এরপর কেভিন রাড পার্লামেন্টে সংক্ষিপ্ত ভাষণে বিদায়ী প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের প্রতি শ্রদ্ধা জানান। গিলার্ড ক্ষমতাসীন লেবার পার্টির প্রধানের পদ হারানোর পর বুধবারই রাজনীতি থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন।
আগামী ১৪ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ায় পরবর্তী সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনমত জরিপ বলছে, ওই নির্বাচনে লেবার পার্টি পরাজিত হবে।
ক্ষমতাসীন দল ও প্রধানমন্ত্রী পদে পরিবর্তন আসার পর সে নির্বাচন এগিয়ে আনা হবে কিনা তা মিস্টার রাডকে পরিষ্কার করতে বলেছেন বিরোধীদলীয় নেতা টনি অ্যাবোট।
তিনি নয়া প্রধানমন্ত্রী হিসেবে রাডকে অভিনন্দন জানিয়ে বলেন, অস্ট্রেলিয়ার জনগণকে এখন তাদের প্রকৃত প্রধানমন্ত্রী নির্বাচনের সুযোগ দেয়া উচিত। সেটি করতে হলে এখনই নির্বাচন দেয়ার বিকল্প নেই।(ডিনিউজ)
খবর বিভাগঃ
দেশের বাইরে
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়