কলকাতা: গত চার দিনের ব্যবধানে ভারত-পাকিস্তান সীমান্তে কাশ্মীরে ফের গুলি চালাল পাকিস্তান। রোববার রাত সাড়ে ৮টা থেকে ৮ টা ৪০ পর্যন্ত পাকিস্তান সীমান্তের দিকে থেকে থেকে গুলি বর্ষন করে।
এই গুলি চালনা ভারত-পাকিস্তানের মধ্যে "সিজ ফায়ার" চুক্তির পরিপন্থী বলে সেনাবাহিনী সূত্রে জানিয়েছে।
পুঞ্চ এলাকার কৃষ্ণা গতি সাব সেক্টরে লাইন অফ কন্ট্রোলের খুব কাছে ভারতীয় সেনার নাগাই টিকরে পোস্ট লক্ষ্য করে এই গুলি ছোড়া হয় বলে সেনাবাহিনীর তরফে ‘পি. আর. ও’ শ্রী এন আচারিয়া মঙ্গলবার এই কথা জানান।
পাকিস্তানের দিক থেকে গত এক মাসে বেশ কয়েকবার "সিজ ফায়ার" ভেঙে গুলি চালানোর অভিযোগ এসেছে। অভিজ্ঞ মহল মনে করছেন, অনেক সময়ই অনুপ্রবেশকারীদের ভারতে প্রবেশ করানোর সময় পাকিস্তানের দিক থেকে এই ধরনের উত্তেজনার সৃষ্টি করা হয়।
তবে রোববারের গুলি চালনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এই ধরনের ঘটনা ভারত-পাকিস্তান সুসম্পর্কে বাঁধার সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে।(বাংলানিউজটোয়েন্টিফোর.কম)
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়