ঢাকা: মহাকাশে নভোযান পাঠাল চীন। তিন নভোচারীকে নিয়ে মঙ্গলবার গ্রিনিচমান সময় ৯টা ৩৮ মিনিটে উড্ডয়ন করে শেনঝু-১০।
মিশনে নি হাইশেংয়ের নেতৃত্বে অন্য দুই নভোচারী হলেন ঝাং শিয়াওয়াং ও ওয়াং ইয়াপিং। দ্বিতীয় চীনা নারী নভোচারী হিসেবে মহাকাশে যাচ্ছেন ওয়াং। ২০১২ সালের জুনে শেনঝু-৯ এ করে প্রথম চীনা নারী মহাকাশচারীর খেতাবটি নিজের করে নেন লিউ ইয়াং।
দুই সপ্তাহ মহাকাশে তিয়াংগং ল্যাবে অবস্থান করবেন তারা।
পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে ৩৩৫ কিলোমিটার উচুতে স্থাপিত তিয়াংগং পৌঁছতে ৪০ ঘণ্টার বেশি সময় লাগবে শেনঝু-১০ এর। মহাকাশে মনুষ্যবাহী নভোযান পাঠানোর সবশেষ পদক্ষেপের অংশ শেনঝু-১০।(বাংলানিউজটোয়েন্টিফোর.কম)
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়