ঢাকা: ভারতের মুম্বাইয়ে শহরে ধসে যাওয়া পাঁচতলা ভবনে বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের আইনজীবীর বাসা ছিল বলে জানা গেছে। সোমবারের ওই ঘটনায় কমপক্ষে ৫ জন নিহত ও ৭ জন আহত হয়েছে।
স্থানীয় জনগণ জানায়, শিশু ও জ্যেষ্ঠ নাগরিকসহ কমপক্ষে ৭ থেকে ৮ জন ধংসস্তূপে আটকা পড়েছিল।
আটকে পড়া মানুষের মধ্যে সঞ্জয় দত্তের মুম্বাই হামলা মামলার আইনজীবী রিজোয়ান মার্চেন্টের পরিবারও ছিল।
১৯৯৩ সালে মুম্বাই হামলার ঘটনায় কারাদণ্ড পেয়ে এখন জেলে রয়েছেন ‘মুন্না ভাই’।
মুম্বাই বিজেপির সভাপতি আশিষ শিলার বলেন, “ধ্বংসস্তূপের মধ্যে রিজোয়ান মার্চেন্টের মা, স্ত্রী ও পুত্র আটকা পড়েছিল।”
তিনি জানান, ধসে পড়া ভবনটির নীচতলায় নির্মাণ কাজ চলছিলো, সম্ভবত সেটাই ভবনটির কাঠামো দুর্বল করে দিয়েছিল।
ভবনটি ধসের আগের দিন সেখানে মুষলধারে বৃষ্টি হয়।
বিখ্যাত মহিম দরগাহের পাশে ধসে যাওয়া আলতাফ মঞ্জিল ভবনের নীচতলায় মারুতি গাড়ির শো’রুম ছিল।
মুম্বাইয়ের থানেতে একটি অবৈধ ভবন ধসে গত এপ্রিলে ৭৪জন নিহত হয়েছে।(বাংলানিউজটোয়েন্টিফোর.কম)
খবর বিভাগঃ
দেশের বাইরে
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়