Thursday, June 27

সিরাজগঞ্জে আন্তঃনগর ট্রেন সার্ভিসের উদ্বোধন

সিরাজগঞ্জ: আনন্দ উৎসবের মধ্য দিয়ে সিরাজগঞ্জে বহু প্রতিক্ষিত ট্রেন সার্ভিস চালু হলো। বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জ বাজার ষ্টেশন থেকে সিরাজগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী সিরাজগঞ্জ এক্সপ্রেস নামের একটি আন্ত:নগর ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী  মুজিবুল হক।
এসময় মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী মোঃ আব্দুল লতিফ বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্য তানভীর শাকিল জয়, বাংলাদেশ রেলওয়ের ভারপ্রাপ্ত সচিব মোঃ আবুল কালাম আজাদ, মহাপরিচালক  আবু তাহের সহ রেলওয়ের উর্ধ্বতন  কর্মকর্তাগণ এবং আওয়ামী লীগ নেতা অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না, কে এম হোসেন আলী হাসান, সহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
৬টি বগীর ট্রেনটি সাপ্তাহিক ছুটি শনিবার ছাড়া প্রতিদিন বেলা পৌনে ১১টায় সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ছেড়ে ঢাকার কমলাপুর পৌঁছবে বেলা ৩টায়। বেলা ৫টার সময় কমলাপুর থেকে ছেড়ে সিরাজগঞ্জ পৌঁছবে রাত ৯টায়। 
এক সময় ৪টি রেল স্টেশন থাকায় সিরাজগঞ্জ রেল সিটি হিসেবে পরিচিত ছিল। কিন্তু বঙ্গবন্ধু বহুমুখী সেতু চালুর পর রেল লাইন সেতুর পশ্চিম কড্ডা হয়ে ঘুরে যাওয়ায় সিরাজগঞ্জ শহর রেল শূন্য হয়ে পড়ে। তারপর থেকেই সিরাজগঞ্জ বাসীর দীর্ঘ দিনের দাবীর মুখে বর্তমান প্রধান মন্ত্রীর সিরাজগঞ্জে এক জনসভায় পুনরায় রেল চালুর প্রতিশ্রুতি বাস্তবায়ন হিসেবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে এই ট্রেনটি উদ্বোধন করা হলো। 
উদ্বোধনের আগে রেলপথ মন্ত্রী স্থানীয় বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে এক বিশাল জনসভায় বক্তব্য রাখেন।(ডিনিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়