গ্রেপ্তারের পরপরই তাকে গাড়িতে করে ডিবি পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদের পরিবারের সদস্যরা খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সালাহউদ্দিন আহমদ গত ৮ এপ্রিল রাতে বিএনপির কেন্দ্রীয় নেতা মনজুর মোর্শেদ খানের বাড়ি থেকে বের হওয়ার পথে পুলিশের হাতে গ্রেপ্তার হন। ওইদিন রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে সংবাদ সম্মেলন শেষে তিনি বিএনপি নেতা মনজুর মোর্শেদ খানের গুলশানের বাড়িতে গিয়েছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক সালাহউদ্দিন আহমদের এক ব্যক্তিগত সহকারী জানান, সালাহউদ্দিন আহমদকে গ্রেপ্তারের পর মতিঝিল থানার একটি গাড়ি পোড়ানো মামলা ও পল্টন থানার আরেকটি ভাঙচুর মামলাসহ ৫টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছিল।
তাকে তিন দিনের রিমান্ড শেষে অসুস্থ হয়ে পড়লে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসা দেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি একে একে ৫টি মামলাতেই জামিন পান।
সর্বশেষ বৃহস্পতিবার মামলায় জামিন পাওয়ার পর হাসপাতালের প্রিজন সেল থেকে বের হওয়ার পর গোয়েন্দা পুলিশ আবারো তাকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ জাতীয় নির্বাচনে কারাগারে থাকায় তিনি নির্বাচনে অংশ নিতে না পারলে ওই আসনে তার স্ত্রী হাসিনা আহমদ সংসদ সদস্য নির্বাচিত হন।
বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব। বিগত বিএনপি জোট সরকার আমলে তিনি যোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
সূত্র মতে, গ্রেপ্তার হওয়ার আগে তিনি বিএনপির পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ের সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক রিজভী আহমদ গ্রেপ্তার আহমদ গ্রেপ্তার হওয়ার পর থেকে তিনি এই দায়িত্ব পেয়েছিলেন।(ডিনিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়