Thursday, May 16

টেকনাফে ১৯ লাশ উদ্ধার: সংখ্যা বাড়তে পারে

কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে ১৯ লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টা পর্যন্ত এসব মৃতদেহ সাগরে ভেসে আসে বলে বাংলানিউজকে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে কয়েকটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে ১৯টি লাশ উদ্ধার করা হয়েছে। এরমধ্যে ১১ টি শিশু, ৫ জন নারী এবং ৩ জন পুরুষের লাশ রয়েছে। এসব মৃতদেহ থেকে মায়ানমারের মুদ্রা উদ্ধার করা হয়েছে।

এরপ্রেক্ষিতে এসব লাশ মায়ানমারের নাগরিক বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা।

এএসপি বাবুল আকতার বলেন, ‘ঘূর্ণিঝড় মহাসেনের কবলে নৌকা ডুবির ঘটনায় মায়ানমারের দুই’শ জন রোহিঙ্গা নিহত হয়েছেন। এসব মৃতদেহ তাদের একটি অংশ হতে পারে।’

এদিকে স্থানীয়রা জানিয়েছেন বঙ্গোপসাগরের টেকনাফ পয়েন্টে আরো মৃতদেহ দেখা গেছে। লাশের সংখ্যা আরও বাড়তে পারে তারা জানান। (বাংলানিউজটোয়েন্টিফোর.কম
)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়