Tuesday, May 7

৯ মে এসএসসির ফল প্রকাশ

ঢাকা : এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামী বৃহস্পতিবার ।

মঙ্গলবার দুপুরে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম ফল প্রকাশের কথা নিশ্চিত করেছেন।

গত ৩  ফেব্রুয়ারি দেশের ২ হাজার ৭৫৮টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। অংশ নেন ১৩ লাখ ৩ হাজার ২০৩ জন শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বলেন, “বৃহস্পতিবার সকালে  বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের কপি হস্তান্তর করবেন।”

প্রতিবারের মতো এবারও প্রধানমন্ত্রী কয়েকটি স্কুলের পরীক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলবেন। ফল প্রকাশের দিন সকাল ১০টায় প্রধানমন্ত্রী দিনাজপুর জিলা স্কুল, দিনাজপুর সরকারি গার্লস স্কুল ও নুরজাহান আলিয়া মাদ্রাসার পরীক্ষার্থীদের সঙ্গে কথা বলবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।(ডিফারেন্ট নিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়