ঢাকা: ডিএমপির (ঢাকা মহানগর পুলিশ) নিষেধাজ্ঞা জারির পর বিকালের সমাবেশ স্থগিত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল তাদের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে বিকালে সংবাদ সম্মেলনে জোটের অবস্থান জানাবে বলে জানিয়েছেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদু।
মতিঝিলে হেফাজতের অবস্থানকে কেন্দ্র রক্তক্ষয়ী সংঘর্ষ ও ব্যাপক তাণ্ডবের প্রেক্ষাপটে সোমবার ঢাকায় সমাবেশের ঘোষণা দেয় দেশের প্রধান দুই রাজনৈতিক দল।
আওয়ামী লীগ জানায়, হেফাজতের তাণ্ডবের প্রতিবাদে বেলা ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে তারা সমাবেশ করবে।
আর হেফাজতের পক্ষে অবস্থান প্রকাশকারী বিএনপি বেলা ২টায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের সময় দেয়।
রোববার গভীর রাতে আইন-শঙ্খলা বাহিনী ১৫ মিনিটের সাঁড়াশি অভিযানে মতিঝিলে অবস্থান নেয়া হেফাজতকর্মীদের উৎখাত করে।
এরপর সকালে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে রাজধানীতে সোমবার মধ্যরাত পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও জমায়েত নিষিদ্ধ করা হয়।
এর পরপরই আওয়ামী লীগের পক্ষ থেকে সমাবেশ স্থগিতের ঘোষণা আসে।
দলের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বলেন, “আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ডিএমপির এই সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে আমাদের সমাবেশ স্থগিত করা হয়েছে।”
আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু জানান, পুলিশের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে সোমবার বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করে দলের অবস্থান জানানো হবে।
তিনি বলেন, “দুপুর ২টায় নয়া পল্টনে সমাবেশ করার জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে।কিন্তু গণমাধ্যমের সংবাদে শুনেছি, সভা-সমাবেশের ওপর সরকার নিষেধাজ্ঞা দিয়েছে।
“দলের শীর্ষ নেতৃবৃন্দসহ জোট নেতারা বিএনপি কার্যালয়ে আসছেন। আমরা পরিস্থিতি দেখে বিকাল ৩টায় সংবাদ সম্মেলনে পরবর্তি অবস্থান জানাব।”
(ডিনিউজ)
মতিঝিলে হেফাজতের অবস্থানকে কেন্দ্র রক্তক্ষয়ী সংঘর্ষ ও ব্যাপক তাণ্ডবের প্রেক্ষাপটে সোমবার ঢাকায় সমাবেশের ঘোষণা দেয় দেশের প্রধান দুই রাজনৈতিক দল।
আওয়ামী লীগ জানায়, হেফাজতের তাণ্ডবের প্রতিবাদে বেলা ৩টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে তারা সমাবেশ করবে।
আর হেফাজতের পক্ষে অবস্থান প্রকাশকারী বিএনপি বেলা ২টায় নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের সময় দেয়।
রোববার গভীর রাতে আইন-শঙ্খলা বাহিনী ১৫ মিনিটের সাঁড়াশি অভিযানে মতিঝিলে অবস্থান নেয়া হেফাজতকর্মীদের উৎখাত করে।
এরপর সকালে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে রাজধানীতে সোমবার মধ্যরাত পর্যন্ত সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও জমায়েত নিষিদ্ধ করা হয়।
এর পরপরই আওয়ামী লীগের পক্ষ থেকে সমাবেশ স্থগিতের ঘোষণা আসে।
দলের উপ দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বলেন, “আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ডিএমপির এই সিদ্ধান্তের প্রতি সম্মান দেখিয়ে আমাদের সমাবেশ স্থগিত করা হয়েছে।”
আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু জানান, পুলিশের নিষেধাজ্ঞার পরিপ্রেক্ষিতে সোমবার বিকাল ৩টায় সংবাদ সম্মেলন করে দলের অবস্থান জানানো হবে।
তিনি বলেন, “দুপুর ২টায় নয়া পল্টনে সমাবেশ করার জন্য সব প্রস্তুতি নেয়া হয়েছে।কিন্তু গণমাধ্যমের সংবাদে শুনেছি, সভা-সমাবেশের ওপর সরকার নিষেধাজ্ঞা দিয়েছে।
“দলের শীর্ষ নেতৃবৃন্দসহ জোট নেতারা বিএনপি কার্যালয়ে আসছেন। আমরা পরিস্থিতি দেখে বিকাল ৩টায় সংবাদ সম্মেলনে পরবর্তি অবস্থান জানাব।”
(ডিনিউজ)
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়