Monday, May 6

মুক্তি পেলেন মির্জা ফখরুল

ঢাকা : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তি পেয়েছেন।
আজ সোমবার সন্ধ্যা ছয়টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে বের হয়ে আসেন।
গতকাল রোববার পৃথক পাঁচ মামলায় মির্জা ফখরুলের ছয় মাসের জামিন মঞ্জুর করেন হাইকোর্ট। এসব মামলায় জামিনের ফলে মির্জা ফখরুলের মুক্তি পেতে আইনি কোনো বাধা নেই বলে গতকাল তাঁর আইনজীবীরা জানিয়েছিলেন।
আদালত সূত্র জানায়, গত ২ মার্চ রাজধানীতে ভাঙচুর ও গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় রমনা, পল্টন ও শাহজাহানপুর থানায় পুলিশের করা পাঁচটি মামলায় মির্জা ফখরুলকে আসামি করা হয়। তিনি এসব মামলায় ১০ মার্চ উচ্চ আদালত থেকে আগাম জামিন পান। পরে নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে অন্য নেতাদের সঙ্গে ফখরুলকেও কারাগারে পাঠানো হয়। কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়। এরপর তিনি জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন।(ডিফারেন্ট নিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়