Tuesday, May 7

কানাইঘাটে ৩ ব্যবসায়ীকে ১৭ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:
লাইসেন্স ছাড়াই অবৈধভাবে মাদকদ্রব্য তৈরির অন্যতম উপাদান “ক্যারর স্প্রীট” বিক্রি করার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কানাইঘাট বাজারের ৩ ব্যবসায়ীর কাছ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট এস.এম.সোহরাব হোসেন সিলেট মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের নিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধভাবে ক্যারর স্প্রীট বিক্রি করার অপরাধে মোবাইল কোর্টে মামলা দায়ের করে বাজারের শাহপরান হার্ডওয়্যার থেকে নগদ ৭ হাজার, মহি উদ্দিন হার্ডওয়্যার থেকে ৫হাজার এবং ময়না ষ্টোর থেকে ৫হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেন জানিয়েছেন, লাইসেন্স ছাড়াই দীর্ঘ দিন ধরে স্প্রীট বিক্রি করার দায়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের (গ) ধারায় ৩টি মামলা পরিচালনা করে এ জরিমানা আদায় করা হয় এবং বেশ কয়েক লিটার স্প্রীট জব্দ করা হয়েছে। জানা যায়, জব্দকৃত স্প্রীট মাদক ও কাঠের বার্নিশ তৈরীতে ব্যবহৃত করা হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়