Tuesday, May 7

ক্ষমতায় গেলে হেফাজতের মুখে হাসি ফুটাবো

ঢাকা: ক্ষমতায় গেলে হেফাজতে ইসলামের কর্মীদের রাতের অন্ধকারে হত্যার জন্য বিচার বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা।
মঙ্গলবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হেফাজতে ইসলামের নিহত কর্মীদের গায়েবানা জানাজা পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ কথা বলেন।
খোকা বলেন, ‘যদি সুযোগ হয় তাহলে আমরা হেফাজতের অবস্থান কর্মসূচিতে রাতের আঁধারে বাতি নিভিয়ে বর্বর ও নৃশংসভাবে নেতাকর্মীদের হত্যার ব্যাপারে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে নিহতদের সঠিক সংখ্যা বের করবো। এরপর হেফাজতকর্মীদের ঢাকায় এনে দাবি আদায় করে হাসিমুখে তাদের বিদায় করবো।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়