Thursday, May 9

এসএসসি পরীক্ষার ফল আজ

ঢাকা, ৯ মে (জাস্ট নিউজ) : ১৮ দলীয় জোটের ডাকা দুদিনের হরতালের শেষ দিন বৃহস্পতিবার এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করবে সরকার। মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বলেন, বৃহস্পতিবার সকাল ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সব বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল তুলে দেবেন।

তথ্য কর্মকর্তা বলেন,  প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন দিনাজপুর জেলা স্কুল, সরকারি বালিকা বিদ্যালয় এবং নুরজাহান আলিয়া মাদ্রাসার পরীক্ষার্থীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন। এরপর দুপুর ১টায় সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে।

শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মোবাইলে এসএমএসের মাধ্যমেও ফলাফল জানা যাবে।

প্রকাশিত ফল ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র/শিক্ষাপ্রতিষ্ঠানে ইমেইলের মাধ্যমে সংগ্রহ করতে হবে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ ইমেইলের মাধ্যমে প্রাপ্ত ফলাফল ডাউনলোড করে প্রকাশ করার জন্য (www.educationboardresults.gov.bd) ওয়েবসাইটের ওয়েবমেইল ব্যবহার করে প্রতিষ্ঠানের EIIN এর মাধ্যমে ফলাফল ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয়েছে।

ফল ডাউনলোডের পদ্ধতি শিক্ষা বোর্ডসমূহের ওয়েবসাইট (www.educationboardresults.gov.bd) এ সাইটে পাওয়া যাবে। শিক্ষাবোর্ড, শিক্ষা মন্ত্রণালয় বা পত্রিকা অফিসে কোনো ফল পাওয়া যাবে না।

পরীক্ষার্থীদের পরীক্ষার ফল নিজ নিজ কেন্দ্র ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়।

ওই তথ্য বিবরণীতে আরও বলা হয়, নিবন্ধিত প্রার্থীদের মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর পাশের হার, শতকরা পাশের হার, মোট পরীক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির হার, পরীক্ষার্থীর সংখ্যা এবং প্রতিষ্ঠানের গড় জিপিএ প্রাপ্তি এ পাঁচটি প্যারামিটার অনুসরণ করে শীর্ষ প্রতিষ্ঠান বাছাই করা হবে।

পুনঃনিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১০ থেকে ১৬ মে পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। আবেদন পদ্ধতি টেলিটক বাংলাদেশ লিমিটেড প্রদত্ত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

প্রসঙ্গত, গত বছর মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় ৮৬ দশমিক ৩৭ শতাংশ শিক্ষার্থী পাস করে। আর জিপিএ-৫ পায় ৮২ হাজার ২১২ জন।

প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল ছাড়াও বিভিন্ন সংগঠনের হরতালের কারণে এবার মাধ্যমিক স্তরের চূড়ান্ত পরীক্ষার পাঁচ দিনে ৩৭টি বিষয়ের পরীক্ষা পিছিয়ে যায়।

এ সময় শিক্ষামন্ত্রী এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম বলেছিলেন, হরতালের কারণে পরীক্ষার্থীদের প্রস্তুতিতে ব্যাঘাত হচ্ছে। আর এসএসসির ফল প্রকাশিত হওয়ার দিনেও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল হরতাল রয়েছে।

ফল প্রকাশিত হওয়ার দিনে হরতাল শিক্ষোর্থীদের উৎসব-আনন্দেও কিছুটা ভাটা পড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ওয়েবসাইট-মোবাইলে ফল
পরীক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ঠিকানা (www.educationboardresults.gov.bd) এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে ফল সংগ্রহ করতে পারবেন। এ ছাড়াও যে কোনো মোবাইল অপারেটর থেকে এসএমএস করে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল জানা যাবে।

ফল জানতে ইংরেজিতে এসএসসি লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে আবার স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে পরীক্ষার সাল লিখে (১৬২২২) নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই প্রত্যাশিত নম্বরের ফল জানা যাবে।
 
সিলেটের আলাপ.কম/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়