ঢাকা: জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ সাভারে ধসে পড়া রানা প্লাজার গার্মেন্টস শ্রমিকদের পাওনা বেতন-ভাতা অবিলম্বে পরিশোধ করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি আহত শ্রমিকদের সুচিকিৎসা নিশ্চিত করা, নিহত শ্রমিকদের পরিবার-পরিজনকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং ভবন ধসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেয়ার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বুধবার এক বিবৃতিতে এই অনুরোধ জানিয়েছেন।
এরশাদ বলেন, “রানা প্লাজা ধসের কারণে সাত শতাধিক শ্রমিকই কেবল প্রাণ হারায়নি, তাদের পরিবারবর্গসহ কয়েক হাজার শ্রমিক পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। এই অবস্থায় যদি বেতন-ভাতা না পায় তাহলে তারা বাঁচবে কী করে। এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। একান্তভাবে মানবিক কারণে রানা প্লাজার গার্মেন্টস শ্রমিকরা যাতে অবিলম্বে তাদের পাওনা বেতন-ভাতা পেতে পারে সে ব্যাপারে আমি সরকারের হস্তক্ষেপ কামনা করছি।”
সাবেক রাষ্ট্রপতি এরশাদ তার বিবৃতিতে রানা প্লাজার দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের পরিবার এবং বেঁচে যাওয়া শ্রমিকদের সাহায্যে এগিয়ে আসার জন্য দেশের বিত্তবান মানুষদের প্রতিও আহ্বান জানিয়েছেন।
সাবেক রাষ্ট্রপতি এরশাদ বুধবার এক বিবৃতিতে এই অনুরোধ জানিয়েছেন।
এরশাদ বলেন, “রানা প্লাজা ধসের কারণে সাত শতাধিক শ্রমিকই কেবল প্রাণ হারায়নি, তাদের পরিবারবর্গসহ কয়েক হাজার শ্রমিক পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করছে। এই অবস্থায় যদি বেতন-ভাতা না পায় তাহলে তারা বাঁচবে কী করে। এ বিষয়ে আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। একান্তভাবে মানবিক কারণে রানা প্লাজার গার্মেন্টস শ্রমিকরা যাতে অবিলম্বে তাদের পাওনা বেতন-ভাতা পেতে পারে সে ব্যাপারে আমি সরকারের হস্তক্ষেপ কামনা করছি।”
সাবেক রাষ্ট্রপতি এরশাদ তার বিবৃতিতে রানা প্লাজার দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকদের পরিবার এবং বেঁচে যাওয়া শ্রমিকদের সাহায্যে এগিয়ে আসার জন্য দেশের বিত্তবান মানুষদের প্রতিও আহ্বান জানিয়েছেন।
সিলেটের আলাপ.কম
খবর বিভাগঃ
রাজনীতি
সর্বশেষ সংবাদ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়