Friday, May 10

চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ যুক্তরাষ্ট্রের

সামরিক বাহিনীর আধুনিকায়ন কর্মসূচিকে দ্রুত এগিয়ে নিতে সামরিক গুপ্তচরবৃত্তি চালাচ্ছে চীন।চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ যুক্তরাষ্ট্রের
সোমবার কংগ্রেসে উত্থাপিত এক প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করেছে।
তবে এ অভিযোগ অস্বীকার করেছে চীন।
৮৩ পৃষ্ঠার বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, রাডার ফাঁকি দিতে সক্ষম বিমান তৈরি এবং সমুদ্র প্রতিরক্ষা বাড়াতে যুদ্ধবিমানবাহী একটি জাহাজ তৈরি করার পরিকল্পনায় এগিয়ে গেছে চীন।
প্রতিবেদনটিতে চীনের সাইবার চৌর্যবৃত্তিকে ‘গভীর উদ্বেগ’- এর কারণ হিসেবে উল্লেখ করা হয়। যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক কম্পিউটার নেটওয়ার্ক সাইবার হামলার শিকার হচ্ছে, যেগুলোর কিছু চীন সরকার ও তার সামরিক বাহিনী চালিয়েছে বলে দাবি করা হয় প্রতিবেদনে।
হ্যাকিংয়ের প্রধান উদ্দেশ্য হিসেবে উল্লেখ করা হয়েছে, প্রতিরক্ষা দফতর, সামরিক পরিকল্পনা ও সরকারি কর্মকর্তাদের গোপন তথ্য সংগ্রহ করা। সাইবার হামলা চালানোর বিষয় নিয়ে মার্কিন প্রশাসন যতটা না উদ্বিগ্ন, তার চেয়ে বেশি উদ্বিগ্ন চীনের সামরিক উদ্দেশ্য বলে মন্তব্য করেছেন এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা।
পেন্টাগনের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত মার্চে চীন তার সামরিক বাহিনী ১০ দশমিক ৭ শতাংশ বাড়ানোর ঘোষণা দিয়েছে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইয়ং বলেন, পেন্টাগন যেসব অভিযোগ উত্থাপন করেছে, সেগুলো একেবারে ভিত্তিহীন। তারপরও তারা যদি সাইবার নিরাপত্তা নিয়ে গঠনমূলক আলোচনা করতে চায়, আমরা তাতে রাজি।
এ ধরনের অভিযোগ চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করেন তিনি। খবর: রয়টার্স ও বিবিসির।(সমকাল ডেস্ক)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়