Tuesday, May 14

শ্রীলঙ্কায় মহাসেনের প্রভাবে বৃষ্টিপাত: নিহত ৭

ঢাকা: শ্রীলঙ্কার উত্তর ও পূর্ব অঞ্চলে ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে ভারী বৃষ্টিপাতে অন্তত ৭ জন নিহত ও ২ জন নিখোঁজ হয়েছে। এতে প্রায় ৩ হাজার জন বাস্তুহারা হয়ে পড়েছে বলে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র লাল শরৎ কুমার বলেন, “ঝড় কবলিত ২ হাজার ৮০০ শতাধিক লোকের জন্য আমরা ৪টি উদ্বাস্তু শিবিরের ব্যবস্থা করেছি।”

কলম্বো আবহাওয়া দপ্তরের কর্মকর্তা জীবন করুণারত্নে জানান, গত কয়েক দিন ধরে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি ঘূর্ণিঝড়টির তীব্রতার মাত্রা এখন খানিকটা কমে এসেছে এবং এখন তার অবস্থান জাফনা থেকে ৭২০কিলোমিটার উত্তরপূর্বে।

শ্রীলঙ্কার পাহাড়ী জেলাগুলোতে পাহাড়-ধ্বসের সতর্ক বার্তা জারি করা হয়। কিছু কিছু পাহাড়ী এলাকায় মুষলধারায় বৃষ্টিও হয়েছে।

করণারত্নে আরও জানান, আবহাওয়া সতর্ক বার্তা উপেক্ষা করে পাড়ি দেয়া ৬০টি নৌকা পূর্ব উপকূল থেকে উদ্ধার করতে তারা প্রচেষ্টা চালাচ্ছেন।

উল্লেখ্য, মহাসেন সম্ভাব্য আঘাত থেকে বাঁচতে গিয়ে ২০০  জন রোহিঙ্গাবাহী একটি নৌকা এরই মধ্যে মিয়ানমারের পশ্চিমাঞ্চলে বঙ্গোপসাগরে উল্টে গিয়ে একজন বাদে সবাই নিহত হয়েছে বলে একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে।(বাংলানিউজটোয়েন্টিফোর.কম
)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়