Thursday, May 16

কানাইঘাটে প্রবাসীর বাড়ীতে ডাকাতির সাথে জড়িত থাকার দায়ে ১জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট সদর ইউপির ভাটিদিহি গ্রামের সৌদি প্রবাসী আব্দুল মতিনের বাড়ীতে দুধর্ষ ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার দায়ে কানাইঘাট থানা পুলিশ আব্দুল হাকিম (২০) নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা যায়, মোবাইল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গত মঙ্গলবার গভীর রাতে থানার অফিসার ইনচার্জ আব্দুল হাইর নেতৃত্বে ও ডাকাতি মামলার তদন্তকারী অফিসার এস.আই.টিপু সুলতান এক অভিযান চালিয়ে কানাইঘাট চতুল বাজার থেকে আব্দুল হেকিমকে লুন্ঠিত একটি মোবাইল সেটসহ আটক করেন। গ্রেফতারকৃত হাকিমের বাড়ী গোয়াইনঘাট উপজেলার খলাট্যাং খাস মৌজা গ্রামে। তার পিতার নাম আব্দুর রহিম বাবুল। প্রাথমিক পুলিশি জিজ্ঞাসাবাদে সে প্রবাসী আব্দুল মতিনের বাড়ীতে ডাকাতির ঘটনার কথা স্বীকার করে। এছাড়া গত বুধবার পুলিশ তাঁকে সিলেট আদালতে হাজির করলে ডাকাতির সাথে সে জড়িত ছিল বলে ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতের কাছে স্বীকাররোক্তিমূলক জবান বন্দি দিয়েছে বলে পুলিশ জানিয়েছে। থানার ওসি আব্দুল হাই বলেন, গ্রেফতারকৃত আব্দুল হেকিমের কাছ থেকে ডাকাতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তার স্বীকারোক্তিমূলক জবান বন্দির সূত্র ধরে ডাকাতির সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। উল্লেখ্য যে, গত ৩মার্চ প্রবাসী আব্দুল মতিনের বাড়ীতে একদল ডাকাত হানা দিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ কয়েক ল টাকার মালামাল লুট করে নেয়। অপরদিকে গত মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা কানাইঘাট সাব-রেজিষ্ট্রার অফিসের জানালার গ্রীল ভেঙে অফিসে ঢুকে দু’টি আলমিরার তালা ভেঙে দলিলপত্র তছনছ করে। তিনি বলেন দুর্বৃত্তরা টাকার লোভে অফিসে ঢুকেছিল। তবে ঐদিন আলমিরায় কোন টাকা সংরতি ছিল না। তবে দলিল দস্তাবেজ খোয়া গেছে কি না রেকর্ডপত্র পর্যালোচনা করে দেখা হবে। এ ঘটনায় কানাইঘাট সাবরেজিষ্ট্রার কানাইঘাট থানায় গত বুধবার একটি সাধারণ ডায়েরী করেছেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়