ঢাকা: বাংলাদেশের সামনে কাল তিন ম্যাচের ওডিআই সিরিজ জয়ের হাতছানি। জিম্বাবুয়ের মাটিতে টেস্ট ড্র করে ওডিআই সিরিজ নিজেদের করে নিতে মাঠে নেমেছে মুশফিকরা। প্রায় চার বছর পর বিদেশে ওডিআই সিরিজ জয়ের অপেক্ষা রোববার। দুপুর দেড়টায় মুশফিকদের মিশন শুরু হবে।
শুক্রবার ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আট উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৩২.১ ওভারে ১৪৮ রানে অলআউট জিম্বাবুয়ে।
১২১ রানে প্রতিপক্ষকে হারিয়ে এক ধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচ। জিতে গেলেই সিরিজ জয় নিশ্চিত। তারপর হতে পারে হোয়াইটওয়াশের মিশন। ২০০৯ সালের অগাস্টে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে বুলাওয়েতেই ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এরপর আর বিদেশের মাটিতে ওডিআই সিরিজ জেতা হয়নি। সবই ঘরের মাঠে জয়। প্রায় চার বছর পর বিদেশের মাটিতে ওডিআই সিরিজ জেতার অপেক্ষার অবসান হতে পারে রোববার।
২০১১ সালে পাঁচ ম্যাচের সিরিজে হারারেতে তিন ম্যাচে হেরে পরে বুলাওয়েতে দুই ম্যাচে জিতেছিল মুশফিকরা। বুলাওয়েতে ২০১১ সালে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ ২০১৩ সালেও। ২০১১ সালের সেই সিরিজের শেষ দুই ম্যাচও বুলাওয়ে ভেন্যুতেই হবে।
রোববার যদি সিরিজ জিতে যায় মুশফিকরা তাহলে এটা হবে বাংলাদেশের ২৭২তম ম্যাচে ৭৮তম জয়। আগে ২৭১টি ম্যাচে ৭৭টি জয়, ১৯১টি হার আর তিনটি ম্যাচে কোনো ফলাফল হয়নি। তবে বাংলাদেশ যে ধারাবাহিক একটি দলে পরিণত হয়ে সে প্রমাণ বাংলাদেশ ২০১১ সালে থেকে ২০১৩-এর মধ্যভাগ পর্যন্ত বাংলাদেশের পারফর্মেন্স অবশ্য সে কথাই বলে দিচ্ছে।
১২১ রানে জিম্বাবুয়েকে হারিয়ে মুশফিক বলেছেন, আমরা এখন ধারাবাহিক একটি দল। আমাদের টার্গেট ছিল ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। সে পরিকল্পনা সফল হয়েছে প্রথম ম্যাচে জিতে। এখন টার্গেট কাল( রোববার) জিতে সিরিজ নিশ্চিত করা।(ডিফারেন্ট নিউজ)
শুক্রবার ৩ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আট উইকেটে ২৬৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে ৩২.১ ওভারে ১৪৮ রানে অলআউট জিম্বাবুয়ে।
১২১ রানে প্রতিপক্ষকে হারিয়ে এক ধাপ এগিয়ে রয়েছে বাংলাদেশ। রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচ। জিতে গেলেই সিরিজ জয় নিশ্চিত। তারপর হতে পারে হোয়াইটওয়াশের মিশন। ২০০৯ সালের অগাস্টে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে বুলাওয়েতেই ৪-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। এরপর আর বিদেশের মাটিতে ওডিআই সিরিজ জেতা হয়নি। সবই ঘরের মাঠে জয়। প্রায় চার বছর পর বিদেশের মাটিতে ওডিআই সিরিজ জেতার অপেক্ষার অবসান হতে পারে রোববার।
২০১১ সালে পাঁচ ম্যাচের সিরিজে হারারেতে তিন ম্যাচে হেরে পরে বুলাওয়েতে দুই ম্যাচে জিতেছিল মুশফিকরা। বুলাওয়েতে ২০১১ সালে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ ২০১৩ সালেও। ২০১১ সালের সেই সিরিজের শেষ দুই ম্যাচও বুলাওয়ে ভেন্যুতেই হবে।
রোববার যদি সিরিজ জিতে যায় মুশফিকরা তাহলে এটা হবে বাংলাদেশের ২৭২তম ম্যাচে ৭৮তম জয়। আগে ২৭১টি ম্যাচে ৭৭টি জয়, ১৯১টি হার আর তিনটি ম্যাচে কোনো ফলাফল হয়নি। তবে বাংলাদেশ যে ধারাবাহিক একটি দলে পরিণত হয়ে সে প্রমাণ বাংলাদেশ ২০১১ সালে থেকে ২০১৩-এর মধ্যভাগ পর্যন্ত বাংলাদেশের পারফর্মেন্স অবশ্য সে কথাই বলে দিচ্ছে।
১২১ রানে জিম্বাবুয়েকে হারিয়ে মুশফিক বলেছেন, আমরা এখন ধারাবাহিক একটি দল। আমাদের টার্গেট ছিল ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। সে পরিকল্পনা সফল হয়েছে প্রথম ম্যাচে জিতে। এখন টার্গেট কাল( রোববার) জিতে সিরিজ নিশ্চিত করা।(ডিফারেন্ট নিউজ)
খবর বিভাগঃ
খেলাধুলা
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়