Saturday, May 4

দাকোপে নদী ভাঙ্গনের কবলে কালাবগী জামে মস্জিদ।

দাকোপ উপজেলা সুতারখালী ইউনিয়নের কালাবগী এলাকার নতুন বাজার জামে মসজিদটি নদী ভাঙ্গনে শিকার। ভাঙ্গন কবলিত মস্জিদটি রার্থে এলাকাবাসী সংশ্লিষ্ট কতৃপরে হস্তপে কামনা করেছে।
এলাকাবাসী সুত্রে জানাযায় সুতারখালী ইউনিয়নের কালাবগি ৯নং ওয়ার্ডের কালাবগী নতুন বাজার সংলগ্ন দীর্ঘ ৪০ বছরের পুরাতন জামে মস্জিদটি অত্র এলাকার মুসল্লিদের এক মাত্র ধর্মীয় প্রতিষ্ঠান। অত্র ধর্মীয় প্রতিষ্ঠানটিতে প্রতিদিন ৬ থেকে ৭শত মুসল্লি মসজিদে নামাজ আদায় করে আসছে। প্রলংয়কারী ঘুর্ণি ঝড় আইলার আঘাত কাটিয়ে উঠতে না উঠতেই সর্বশেষ রস্রোতে শিবসা নদীর প্রবাল জোয়ারের তোড়ে বাজার সংলগ্ন নতুন বাজার জামে মসজিদটি নদী ভাঙ্গনের শিকারে দিনে দিনে প্রায় বিলুপিÍর পথে । এলাকার ধর্মপ্রাণ মুসল্লি জামাল হোসেন শেখ ও শামসুর রহমান সানা (শামু) এ প্রতিবেদককে জানায়,আমাদের জন্ম থেকেই কালাবগী নতুন বাজার জামে মসজিদটি আমরা দেখে আসছি। প্রতি দিন ধর্মপ্রাণ মুসল্লিরা এ মসজিদে নামাজ আদায় করে আসছে। কিন্তু বর্তমানে নদী ভাঙ্গনের শিকার হওয়ায় আমাদের এলাকার অনেক মুসল্লিরা সঠিক সময়ে এ মসজিদে ওয়াক্তমত নামাজ আদায় করতে ব্যর্থ হচ্ছে। যে কোন সময়ে মসজিদটি নদী গর্ভে বিলিন হতে পারে বলে অনেকের মনে সংশয় প্রকাশ করছে। এ কারণে ভাঙ্গন কবলিত মসজিদটি রার্থে সংশ্লিষ্ট কতৃপরে আশুহস্ত পে কামনা করেছেন এলাকাবাসী।(মোঃ রুহল আমীন,বাংলা পোষ্ট)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়