Saturday, May 4

গরমের কারনে কলকাতা সফর পিছালেন মদিনার ইমাম

কলকাতা : অসহ্য গরম আর প্রচন্ড তাপদাহের কারনে পবিত্র মদিনার মসজিদের ইমাম আবদুল মনসিন আল কাশিমের কলকাতা সফর পিছিয়ে গেল।

আগামী ১০ মে কলকাতায় ‘আজমতে সাহারা কনফারেন্স’ বা ধর্ম সম্মেলন  হওয়ার কথা ছিল।এবং  মদিনার ইমামের উপস্থিতিতে জুম্মার নামাজ পড়ার জন্য সিদ্ধান্তও হয়েছিল। প্রচন্ড গরমে ধর্ম সম্মেলনে উপস্থিত মুসল্লিরা অসুস্থ হতে পাওে এই আশঙ্কায় কলকাতার উদ্যোক্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।

জমিয়তের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক সামসুদ্দিন আহমেদ মদিনার ইমামের সফর পিছিয়ে নভেম্বরে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন।(ডিফারেন্ট নিউজ)

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়