Sunday, May 12

ইউএনও’র অপসারণকে কেন্দ্র করে কানাইঘাটে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে আগামী মঙ্গলবার একই স্থানে একই সময়ে দু’টি সংগঠনের জনসভা আহবানকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। ক্ষমতাসীন দলের দুটো সংগঠনের ব্যানারে কানাইঘাট উত্তর বাজারে বিকেল ৩টায় সমাবেশের ডাক দেয়। এ নিয়ে দু’পক্ষের মধ্যে বড় ধরণের সংঘর্ষের আশংকা করা হচ্ছে। জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেনকে দুর্নীতিবাজ আখ্যায়িত করে তার অপসারণ দাবী করে উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। এ দাবীতে সংগঠনের ব্যানারে কাল বিকেল ৩টায় উত্তর বাজার বাস স্ট্যান্ডের পাশে মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়ে শনিবার রাত থেকে উপজেলা জুড়ে মাইকিং করে। অপরদিকে গত ৫ মে ঢাকায় বিএনপি-জামায়াত ও হেফাজতে ইসলাম কর্মীদের বায়তুল মোকারম মসজিদে অগ্নিসংযোগ ও কুরআন শরীফ পুড়ানোর প্রতিবাদে বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন পরিষদের ডাকে একই স্থানে একই সময়ে সমাবেশের ঘোষণা দেয়। সমাবেশ সফল করার জন্য গতকাল রোববার বাদ মাগরিব থেকে মাইকিং শুরু করে। এ নিয়ে দু’ সংগঠনের আড়ালে ক্ষমতাসীন দলের বিবদমান দু’টি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। উত্তেজনার প্রেক্ষিতে আজ বাদ মাগরিব কানাইঘাট বাজারে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। এ ব্যাপারে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহবায়ক জেলা যুবলীগের আব্দুল হেকিম শামীমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মোহরাব হোসেন যোগদানের পর থেকে তিনি ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন। তার অপসারণের দাবীতে পূর্ব থেকে কর্মসূচী ঘোষণা করে মাইকিং করি। তবে হঠাৎ করে নির্বাহী কর্মকর্তার দুর্নীতি আড়াল করার জন্য বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন নামের সংগঠন একই সময়ে একই জায়গায় সমাবেশের ডাক দেয়। তিনি যে কোন পরিস্থিতিতে পূর্ব ঘোষিত সমাবেশ সফল করবেন বলে জানান। তাদের সাথে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সমর্থন রয়েছে বলে মন্তব্য করেন। অপর দিকে বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক ও পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন জানান, সারাদেশে আওয়ামীলীগও অঙ্গঁসংগঠনের উদ্যোগে বিএনপির জামায়াত ও হেফাজতে ইসলামের নৈরাজ্যের প্রতিবাদে সভা সমাবেশ চলছে। এরই অংশ হিসেবে আগামীকাল মঙ্গলবার উত্তরবাজারে সমাবেশের ডাক দিয়েছে পরিষদ। এতে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখবেন বলে তিনি জানান। জানা গেছে, কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারীর খাস কালেকশনের কর্তৃত্ব নিয়ে গত কয়েকদিন ধরে ক্ষমতাসীন দলের দু’টি গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে মূলত পাল্টা-পাল্টি কর্মসূচী ঘোষণা দিয়ে দুটি গ্রুপ মাঠে নেমেছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সোহরাব হোসেনের সাথে যোগাযোগ করলে জানান, সরকার দলের বিবদমান দু’টি গ্রুপের মধ্যে একটি গ্রুপের কিছু লোক আমার কাছে লোভাছড়া পাথর কোয়ারীর খাস কালেকশনের অনুমতি চেয়েছিল। তবে নীতিমালা অনুযায়ী এসব খাস কালেকশনের অনুমতি দেন জেলা প্রশাসক। বিষয়টি আমার এখতিয়ারভূক্ত না হওয়ায় আমি অনুমতি দিতে পারি নাই। তাই তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে।

শেয়ার করুন

1 comment:

  1. kanaighat e uno ke oposharon kora new kichu nah othithe onek hoyeche, ai bar ai uno ke jethe na diye unake purnango shomman janiye kanaighat e rakle bobisshothe ai rokom korthe gele kew chinta korbe. ajib karbar kichu 1ta holei uno ke omuk homuk ke oposharon whats the hell !!

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়