নিজস্ব প্রতিবেদক:
কয়েক বছর থেকে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে কানাইঘাট নয়াফৌদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একতলা একাডেমিক ফাটল ভবনে সার্বিক শিক্ষা কার্যক্রম চালানোর পর অবশেষে স্থানীয় প্রশাসন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে সীলগালা করে দিয়েছে। ১৯৯৫ ইংরেজিতে নির্মিত নয়াফৌদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিন শ্রেণিক একতলা ভবনটি কয়েক বছর পূর্বে ছাদসহ বিভিন্ন স্থানে একাধিক ফাটল দেখা দেয়। স্থানীয় এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ ভবনটি ছাত্রছাত্রীদের লেখাপড়ার অনুপযোগী উল্লেখ করে নতুন ভবন নির্মাণের দাবী জানিয়ে আসছিলেন কর্তৃপক্ষের নিকট। তারপরও কর্তৃপক্ষ জরাজীর্ণ ফাটল ভবনটির সংস্কার বা নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ না করায় শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে ভাঙ্গা ভবনে ক্লাস ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন শিক্ষকরা। সম্প্রতি ঢাকার সাভারের রানা প্লাজার ট্র্যাজেডির পর উপজেলা প্রকৌশলী ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কয়েক দফা সরজমিনে নয়াফৌদ স্কুল পরিদর্শন করে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করেন। এ ভবনে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে গত বুধবার সীলগালা করে দেন তারা। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সমাজসেবী আহমদ হোসেন জানিয়েছেন, প্রাচীনতম এ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি বহু আগে ছাদসহ দেওয়ালের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দেওয়ার পর থেকে তারা বার বার বিষয়টি লিখিত ও মৌখিক ভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করে আসছিলেন। তারপরও স্কুলের নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ না করায় শিক্ষকরা কয়েক বছর ধরে ফাটল ভবনে বাধ্য হয়ে ৩ শতাধিক শিক্ষার্থীদের পাঠদান করে আসছিলেন। সম্প্রতি সাভার ট্র্যাজেডির পর উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক কয়েকদফা স্কুল পরিদর্শন করে শিক্ষকবৃন্দ এবং ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসে ফাটল ভবনে শিক্ষার্থীদের ক্লাস নিতে নিষেধ করেন। স্কুল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করায় বর্তমানে শিক্ষার্থীদের লেখাপড়ায় চরম ব্যাঘাত ঘটছে। সদ্য সমাপ্ত প্রথম সাময়িক পরীক্ষা খোলা আকাশের নিচে দিয়েছে শিক্ষার্থীরা। স্কুলের সার্বিক লেখাপড়া যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য এলাকাবাসী নিজ উদ্যোগে টিনশেডের ঘর তৈরী করে শিক্ষার্থীদের কাস পরিচালনা করার উদ্যোগ নিয়েছেন বলে আহমদ হোসেন জানান। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং শিক্ষার্থীদের পাঠদানের বিকল্প ব্যবস্থা নেয়া হচ্ছে।
কয়েক বছর থেকে শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে কানাইঘাট নয়াফৌদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একতলা একাডেমিক ফাটল ভবনে সার্বিক শিক্ষা কার্যক্রম চালানোর পর অবশেষে স্থানীয় প্রশাসন ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে সীলগালা করে দিয়েছে। ১৯৯৫ ইংরেজিতে নির্মিত নয়াফৌদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিন শ্রেণিক একতলা ভবনটি কয়েক বছর পূর্বে ছাদসহ বিভিন্ন স্থানে একাধিক ফাটল দেখা দেয়। স্থানীয় এলাকাবাসী ও স্কুল কর্তৃপক্ষ ভবনটি ছাত্রছাত্রীদের লেখাপড়ার অনুপযোগী উল্লেখ করে নতুন ভবন নির্মাণের দাবী জানিয়ে আসছিলেন কর্তৃপক্ষের নিকট। তারপরও কর্তৃপক্ষ জরাজীর্ণ ফাটল ভবনটির সংস্কার বা নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ না করায় শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিয়ে ভাঙ্গা ভবনে ক্লাস ও একাডেমিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন শিক্ষকরা। সম্প্রতি ঢাকার সাভারের রানা প্লাজার ট্র্যাজেডির পর উপজেলা প্রকৌশলী ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কয়েক দফা সরজমিনে নয়াফৌদ স্কুল পরিদর্শন করে ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করেন। এ ভবনে শিক্ষার্থীদের পাঠদান বন্ধ করে গত বুধবার সীলগালা করে দেন তারা। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সমাজসেবী আহমদ হোসেন জানিয়েছেন, প্রাচীনতম এ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবনটি বহু আগে ছাদসহ দেওয়ালের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দেওয়ার পর থেকে তারা বার বার বিষয়টি লিখিত ও মৌখিক ভাবে স্থানীয় প্রশাসনকে অবহিত করে আসছিলেন। তারপরও স্কুলের নতুন ভবন নির্মাণের উদ্যোগ গ্রহণ না করায় শিক্ষকরা কয়েক বছর ধরে ফাটল ভবনে বাধ্য হয়ে ৩ শতাধিক শিক্ষার্থীদের পাঠদান করে আসছিলেন। সম্প্রতি সাভার ট্র্যাজেডির পর উপজেলা প্রকৌশলী রিয়াজ মাহমুদ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক কয়েকদফা স্কুল পরিদর্শন করে শিক্ষকবৃন্দ এবং ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দের সাথে বৈঠকে বসে ফাটল ভবনে শিক্ষার্থীদের ক্লাস নিতে নিষেধ করেন। স্কুল ভবনটি পরিত্যক্ত ঘোষণা করায় বর্তমানে শিক্ষার্থীদের লেখাপড়ায় চরম ব্যাঘাত ঘটছে। সদ্য সমাপ্ত প্রথম সাময়িক পরীক্ষা খোলা আকাশের নিচে দিয়েছে শিক্ষার্থীরা। স্কুলের সার্বিক লেখাপড়া যাতে ব্যাঘাত না ঘটে তার জন্য এলাকাবাসী নিজ উদ্যোগে টিনশেডের ঘর তৈরী করে শিক্ষার্থীদের কাস পরিচালনা করার উদ্যোগ নিয়েছেন বলে আহমদ হোসেন জানান। এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে এবং শিক্ষার্থীদের পাঠদানের বিকল্প ব্যবস্থা নেয়া হচ্ছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
বিশেষ খবর
শিক্ষাঙ্গন
সর্বশেষ সংবাদ

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়