Tuesday, May 14

কানাইঘাটে ১৪৪ ধারা জারি

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট উপজেলায় ‘আমরা মুক্তিযেদ্ধা সন্তান’ ও বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন পরিষদ একই স্থানে পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় প্রশাসন সেখানে ১৪৪ ধারা জারি করেছে। মঙ্গলবার সকাল ১০ টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে বলে প্রশাসনের এক ঘোষণায় জানানো হয়। সোমবার রাত সাড়ে ১১ টায় এ নিয়ে মাইকিং করা হয়েছে উপজেলা সদরে। প্রসঙ্গত, ‘আমরা মুক্তিযেদ্ধা সন্তান’ উপজেলার ইউএনওকে দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তার অপসারণ দাবিতে সমাবেশে ডেকেছিলো কানাইঘাট উপজেলা সদরের উত্তর বাজারে। একই স্থানে একই সময় বঙ্গবন্ধু আদর্শ বাস্তবায়ন পরিষদ হেফাজত-জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে সমাবেশ ডাকলে প্রশাসন সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেন। কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেন ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। আইডিইবি’র মানব বন্ধন বুধবার আন্ত:মন্ত্রণালয় সুপারিশ অবিলম্ভে বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আইডিইবি’র ২ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বুধবার সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হবে।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান করা হবে। মানববন্ধনে জেলার সকল সদস্য প্রকৌশলীকে যথা সময়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

1 comment:

  1. The politices of kanaighat are going to hot.specially awamiligue.

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়