Sunday, April 28

তিন মাসে গুগলের উপার্জন ১৪ বিলিয়ন ডলার!

ঢাকা : এই বছরের শুরুতে অর্থাৎ ২০১৩ সালের প্রথম তিনমাসে গুগলের উপার্জন ১৪ বিলিয়ন ডলার, যা বিশ্লেষকদের প্রত্যাশার অনেক নিচে।

বিশ্লেষকদের প্রত্যাশা অনুযায়ী গুগলের তিন মাসে আয়ের পরিমাণ থাকার কথা ১৪.২ বিলিয়ন ডলার।

গুগলের এই ১৪ বিলিয়ন ডলার উপার্জনের ক্ষেত্রগুলো হচ্ছেঃ

১. মূল ইন্টারনেট সার্ভিস থেকে ৯.৯৯ বিলিয়ন ডলার
২. মটোরোলা মোবাইল হার্ডওয়্যার থেকে ১.০২ বিলিয়ন ডলার
৩. অন্যান্য ব্যবসা থেকে ২.৯৯ বিলিয়ন ডলার

বিশ্লেষকদের প্রত্যাশা পূরণ করতে না পারলেও গুগলের লাভ ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গুগলের প্রধান অর্থনৈতিক অফিসার প্যাট্রিক (CFO) বলেন যে, গত বছর অর্থাৎ ২০১২ সালের মে মাসে মটোরোলা মোবাইলের মালিকানা পাওয়ার পর থেকে প্রতিষ্ঠানের(গুগলের) উন্নতি চলছে।

গুগলের সিইও ল্যারি পেজ বর্তমান সময়ের ট্যাবলেট পিসিগুলোর দূর্বলতা দূর করার জন্য চেষ্টা করছে। তার মতে, “বাচ্চারা ট্যাবলেটে পানি ফেললে তার স্ক্রিন নষ্ট হওয়া উচিত না, আপনার ফোন হাত থেকে পড়ে গেলে চূর্ণবিচূর্ণ হওয়াও উচিত না”।

প্রথম এই তিন মাসে গুগলের প্রতি ক্লিকে খরচের পরিমাণ ৪ শতাংশ হ্রাস পেয়েছে। সূত্রঃ নিউ স্ট্যাটসম্যান


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়