Friday, April 26

কানাইঘাটে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

alt
কানাইঘাট থেকে সংবাদদাতা  :
কানাইঘাট উপজেলা সদরের কয়েকটি গ্রামের পানি নিষ্কাশনের গোপাট ভরাট করে একটি প্রভবশালী মহল কর্তৃক মার্কেট নির্মাণের বিষয়টি সম্প্রতি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশের পর গতকাল বুধবার কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম সোহরাব
হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে উক্ত সরকারী গোপাটে নির্মাণকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, কানাইঘাট থানা পুলিশ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিকাল ৪টায় শুরু হয়ে প্রায় ১ ঘণ্টাব্যপী এ উচ্ছেদ অভিযান চলে। বর্ষাকালে এ গোপাট দিয়ে কানাইঘাট বাজারের আশপাশসহ ডালাইচর, নয়ামাটি, কুওড়গড়ি ও গরিপুর গ্রাম সমূহের পানি প্রবল স্রোতে সুরমা নদীতে গিয়ে পড়ে। সম্প্রতি কানাইঘাট উপজেলার দক্ষিণ লক্ষ্মীপ্রসাদ গ্রামের হোসেন আহমদ কানাইঘাট প্রেসক্লাব সংলগ্ন ঐ সরকারী গোপাটটি রাতারাতি মাটি ভরাট করে সেখানে একটি মার্কেট নির্মাণের কাজ শুরু করেন। কানাইঘাট প্রেসক্লাবের আপত্তির ভিত্তিতে কয়েকদিন মাটি ভরাটের কাজ বন্ধ থাকলেও পরে তা অগ্রাহ্য করে নির্দ্বিধায় সরকারী জায়গায় অবৈধভাবে মার্কেট নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছিল ঐ প্রভাবশালী মহলটি। এক পর্যায়ে গত ১৮ এপ্রিল এলাকাবাসীর পক্ষে ডালাইচর (নয়ামাটি) গ্রামের রায়হান উদ্দিন কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এ বিষয়ে একটি অভিযোগ দাখিল করেন। অভিযোগের ভিত্তিতে স্থানীয় ও জাতীয় কয়েকটি পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে প্রশাসনের দৃষ্টিগোচর হয়। এলাকাবাসী জানান, এ অঞ্চলের একমাত্র সরকারী গোপাটটি যেভাবে দখল করে মার্কেট নির্মাণ করা হয়েছিল তাতে বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে ডালাইচর গ্রামসহ উজানের অন্তত ৫/৬টি গ্রাম পানিতে তলিয়ে গিয়ে জনদুর্ভোগের চরম আকার ধারণ করত। তবে সরকারী গোপাটের উপর নির্মাণকৃত অন্যান্য অবৈধ স্থাপনাগুলোও উচ্ছেদ করা অতীব জরুরী বলে মনে করেন স্থানীয়রা। এ ব্যাপারে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম সোহরাব হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সরকারী নালা ভরাট করে অবৈধ স্থাপনা নির্মান করায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধেও অভিযান চালানো হবে বলে তিনি জানান।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়