Tuesday, March 19

কানাইঘাটে ব্যবসায়ীকে মারধর করে টাকা লুটের ঘটনায় থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক:
আজ মঙ্গলবার বিরোধী দলের হরতাল চলাকালে কানাইঘাটে এক ব্যবসায়ীকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা রিক্সা থেকে টেনে হেচড়ে নামিয়ে মারধর করে নগদ ২লক্ষ ৬৫হাজার ৭’শ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে ঘটনায় কানাইঘাট থানায় জামায়াত শিবিরের ১৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগে পৌরসভার দুর্লভপুর গ্রামের মৃত হাজী আব্দুল মজিদের পুত্র কানাইঘাট বাজারের ধান-চাল ব্যবসায়ী আলী আকবর (২৬) মঙ্গলবার সকাল অনুমানিক সাড়ে ১১টার দিকে মনসুরিয়া মাদ্রাসা পয়েন্ট থেকে একটি রিক্সা যোগে ব্যবসা-প্রতিষ্ঠানে আসছিলেন। পথিমধ্যে মনসুরিয়া মাদ্রাসা পয়েন্টের গাজী বুরহান উদ্দিন সড়কে পিকেটিংরত জামায়াত শিবিরের একদল নেতাকর্মী হাজী সোনা মিয়া মঞ্জিলের পাশে ব্যবসায়ী আলী আকবরের রিক্সাটি গতিরোধ করে তাকে রিক্সা থেকে নামিয়ে এলোপাতাড়ি মারধর করে ২লক্ষ ৬৫হাজার ৭’শ টাকা ছিনিয়ে নিয়ে যায়। হরতালকারী জামায়াত শিবিরের কর্মীরা রিক্সাটি ভাংচুর করে। এ ঘটনার নেতৃত্ব দেন বলে আলী আকবর জামায়াত নেতা কানাইঘাট পৌরসভার সাবেক মেয়র প্রার্থী এ.কেএম ওলিউল্লাহসহ ২০/২৫জন নেতাকর্মীকে দায়ী করে থানায় ১৪জনের নাম উল্লেখ করে অভিযোগ দিয়েছেন। তবে অভিযুক্ত জামায়াত শিবিরের নেতাকর্মীরা এ ধরনের কোন ঘটনা বা টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়