Tuesday, March 19

কানাইঘাটে শান্তিপূর্ণভাবে বিরোধী জোটের হরতাল পালিত

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাটে কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বিরোধী জোটের টানা ৩৬ ঘন্টার হরতাল কানাইঘাটে শান্তিপূর্ণভাবে সর্বত্র পালিত হয়েছে। ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত বিএনপি ও সহযোগী সংগঠন ও জামায়াত শিবিরের নেতাকর্মীরা পৃথকভাবে পৌর শহরের সুরমা সেতুর বাইপাস সড়ক, গাড়ী বুরহান উদ্দিন সড়কের মনসুরিয়া মাদ্রাসা পয়েন্ট, পল্লীবিদ্যুৎ, খেয়াঘাট বাসস্ট্যান্ড, গাছবাড়ী বাজার, সড়কের বাজার, রাজাগঞ্জ বাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে পিকেটিং ও মিছিল করে। হরতালের সমর্থনে ১২টায় পৌরশহরে পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, থানা বিএনপির যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শরীফুল হক, বিএনপি নেতা কাউন্সিলার রহিম উদ্দিন ভরসা, আজিজুল হক, থানা যুবদলের আহবায়ক আব্দুল মন্নান, যুগ্ম আহবায়ক মামুন রশিদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ফারুক আহমদ, থানা ছাত্রলের সভাপতি নজরুল ইসলাম, সহ-সভাপতি রাশিদুল হাসান টিটু, খসরুজ্জামান, শ্রমিকদলের আহবায়ক জাকারিয়া, যুগ্ম আহবায়ক এবাদুর রহমান, জাফর আহমদ, পৌর স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মিজানুর রহমান, যুগ্ম আহবায়ক মোহাম্মদ আলী, জালাল আহমদ জনি, যুবদলের আহবায়ক জসিম উদ্দিন, সিনিয়র যুগ্ম আহবায়ক রুমান সিদ্দিকী, ডালিম আজির, শ্রমিকদলের আহবায়ক আবিদুর রহমান, সিনিয়র যুগ্ম আহবায়ক শরীফ উদ্দিন, ছাত্রদলের সাধারণ সম্পাদক রুহুল আমিন, কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম সাধারণ সম্পাদক কয়ছর আলমের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী মিছিল বের করে। অপর দিকে বেলা সাড়ে ১২টায় থানা বিএনপির অপর গ্র“পের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক অধ্যাপক হাবিব আহমদ, বিএনপি নেতা নিজাম উদ্দিন, নূরুল ইসলাম, যুবদল নেতা ইসলাম উদ্দিন, আমিন মেম্বার, ছাত্রদল নেতা আব্দুল করিম, জাকির উদ্দিন, আজমল হোসেনের নেতৃত্বে হরতালের সমর্থনে আরেকটি মিছিল বের হয়। এদিকে হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে পৌর শহর সহ গুরুত্বপূর্ণ স্থানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়