Tuesday, March 19

:: কানাইঘাটে যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে বঙ্গবন্ধুর ৯৩ তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত ::

নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে কানাইঘাট পৌর যুবলীগ ও থানা ছাত্রলীগের যৌথ উদ্যোগে গত রবিবার বিকেল ৫টায় স্থানীয় ডাকবাংলায় এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর যুবলীগের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে এবং ছাত্রলীগ নেতা আসাদ উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের আহ্বায়ক ও পৌর মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট ফখরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য এডভোকেট আব্দুল খালিক, জেলা যুবলীগের সদস্য আব্দুল হেকিম শামীম, প্রধান বক্তা ছিলেন, থানা ছাত্রলীগের আহ্বায়ক গিয়াস উদ্দিন। বক্তব্য রাখেন, আ’লীগ নেতা মাসুক আহমদ, নজির উদ্দিন প্রধান, হোসেন আহমদ, থানা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহ্বায়ক বিলাল আহমদ, শাহীন আহমদ, পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ ইয়াহিয়া, সেলিম আহমদ, শ্রমিকলীগের যুগ্ম আহ্বায়ক সেবুল আহমদ, আদনান আহমদ, যুবলীগ নেতা আমিন উদ্দিন, শরিফ আহমদ, বাশার, খাজা শামীম, জসীম উদ্দিন, জাকারিয়া, মাহবুবুল আম্বিয়া, কয়ছর আহমদ, ছাত্রলীগ নেতা আক্তার হোসেন, কাওছার, সুমন আহমদ, রিজবী আহমদ, মাসুম আহমদ, ডালিম, হিমেল, রুমান, রহমত উল্লাহ প্রমুখ। আলোচনাসভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়