নিজস্ব প্রতিবেদকঃ
গত ৬ মার্চ কানাইঘাট ছোটদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১২এর বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ উপলক্ষে স্কুল প্রাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবী আব্দুল হাইর সভাপতিত্বে এবং ছাত্রনেতা রুহুল আম্বিয়ার পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কানাইঘাট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামসুল আলম মামুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সমাজ সংগঠক বদর উদ্দিন আহমদ, কানাইঘাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক বশির উদ্দিন আহমদ, সমাজকর্মী শরিফ উদ্দিন আহমদ, হামিদা ফাউন্ডেশনের সচিব হাজী ফখরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, স্কুলের প্রধান শিক্ষক শামসুল করিম। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়