Saturday, March 9

:: কানাইঘাটে বিশ্ব নারী দিবস উদ্যাপিত ::

নিজস্ব প্রতিবেদকঃ
বিশ্ব নারী দিবস উপলক্ষে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে গত শুক্রবার সকাল ১১টায় উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালীতে সরকারী কর্মকর্তা, স্কুলের ছাত্র-ছাত্রী ছাড়াও এনজিও কর্মী সহ বিভিন্ন পেশার লোকজন অংশগ্রহণ করেন। র‌্যালী পরবর্তী উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। নির্বাহী কর্মকর্তা এস.এম সোহরাব হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনায় সভায় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী প্রভাতী রানী দাসসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও বিশ্ব নারী দিবস উপলক্ষে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে রায়গড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়