Sunday, March 17

!! কানাইঘাটে শ্বশুর-শাশুড়ীর হাতে পুত্রবধু ও তার বোন আহত !!

নিজস্ব প্রতিবেদক:
কানাইঘাট পৌরসভার সোনারতালুক গ্রামে গত শুক্রবার পারিবারিক কলহের জের ধরে স্বামীকে রা করতে গিয়ে শ্বশুড়-শাশুড়ী, ননদের জামাই, ননদ ও দেবরের হাতে পিঠুনি খেয়ে আহত হয়েছেন এক গৃহবধু ও তার বোন। এঘটনায় নির্যাতিত গৃহবধু শাবানা বেগম (২২) আজ রোববার বাদী হয়ে কানাইঘাট থানায় শ্বশুর-শাশুড়ী, ননদ, ননদের জামাই ও দেবরসহ ৫জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন। জানা যায়, পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার সোনারতালুক গ্রামের আব্দুল খালেকের পুত্র আফতাব উদ্দিন (২৫) কে পরিবারের লোকজন মারধর করেন। এসময় স্বামীকে রা করতে এগিয়ে আসলে বিবাদীগণ শাবানা বেগম ও তার বোন নাছিমা বেগম (১৮) কে লাঠিসোটা দিয়ে পিঠিয়ে ও কামড়িয়ে রক্তাক্ত আহত করে। বর্তমানে শ্বশুড়বাড়ীর লোকজনের হুমকির মুখে শাবানা বেগম তার স্বামী আফতাব উদ্দিনকে নিয়ে বাড়ী ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।


শেয়ার করুন

1 comment:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়