নিজস্ব প্রতিবেদক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৩তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তন হলে এক আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম.সোহরাব হোসেনের সভাপতিত্বে এবং কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি ও পৌর মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, কানাইঘাট পল্লীবিদ্যুতের ডিজিএম আবুল কালাম আজাদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক, পৌর প্যানেল মেয়র ফখর উদ্দিন শামীম। বক্তব্য রাখেন, কানাইঘাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুজ্জামান। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, শিক্ষক, সরকারী কর্মকর্তাদের উপস্থিতিতে আলোচনা সভা শেষে জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়