Sunday, March 24

এম.ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে কানাইঘাটে উলামাদলের মিলাদ ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সভাপতি নিখোঁজ এম.ইলিয়াস আলীর সন্ধানের দাবীতে কানাইঘাটে উলামাদলের উদ্যোগে প্রতিবাদ সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আসর কানাইঘাট বাজারস্থ বিএনপির কার্যালয়ে উপজেলা ও পৌর উলামা দলের যৌথ উদ্যোগে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা উলামাদলের সাংগঠনিক সম্পাদক মাওঃ আব্দুর রহমান বিন হাফিজ। উপজেলা উলামাদলের সভাপতি শাহ মোঃ কুদরত উল্লাহর সভাপতিত্বে ও কানাইঘাট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলামের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ আহমদ, থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউন্সিলার শরিফুল হক, থানা যুবদলের আহ্বায়ক আব্দুল মান্নান, জেলা উলামাদল নেতা মাওঃ খায়রুল ইসলাম, উপজেলা উলামাদলের সহসভাপতি মাওঃ নিজাম উদ্দিন, মাওঃ খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওঃ জিলাল আহমদ, পৌর উলামাদলের সভাপতি মাওঃ রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক হাফিজ শাহীন আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী, পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক ফারুক আহমদ প্রমুখ। প্রতিবাদ সভা শেষে এম.ইলিয়াস আলীকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়ার দাবীতে উলামা দলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়