Sunday, March 24

::কানাইঘাটে বিশ্ব যক্ষা দিবস পালিত ::

নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব যক্ষা দিবস উপলক্ষ্যে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হীড বাংলাদেশের যৌথ উদ্যোগে কানাইঘাটে বর্ণাঢ্য র‌্যালী পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে আজ রবিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সরকারী কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল ডাক্তার কর্মচারী ও স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালী পরবর্তী ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে বিশ্ব যক্ষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবুল হারিছের সভাপতিত্বে হীড বাংলাদেশের পরিসংখ্যানবিদ সুবোধ চন্দ্র দাসের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ সামছুল ইসলাম চৌধুরী, ডাঃ তাজনাহার বেগম, ডাঃ পলাশ, হীড কানাইঘাটের প্রদীপ চন্দ্র, নুরুজ্জামান প্রমুখ। সভায় বক্তারা যক্ষা রোগের কুফল থেকে জনসাধারণকে রক্ষা করার জন্য গণ্যমাধ্যমে অগ্রনী ভূমিকা পালনের পাশাপাশি জনপ্রতিনিধি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মসজিদ মাদ্রাসার ইমামদের ভূমিকা অপরিসীম বলে উল্লেখ করেন। যক্ষা রোগ সম্পূর্ণ রূপে ভাল হয় এবং বিনা মূল্যে এ রোগের চিকিৎসা উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে দেওয়া হয় উল্লেখ করে সবাইকে এ রোগ থেকে সাবধান হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়