Sunday, March 24

কানাইঘাটে পাথর ব্যবসায়ীকে গুম করে হত্যার চেষ্টা !! প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
পূর্ব শত্রুতার জের ধরে কানাইঘাট লোভাছড়া কোয়ারীর পাথর ব্যবসায়ী নিরীহ আব্দুল মালিককে সম্প্রতি গুম করে হত্যার চেষ্টার প্রতিবাদে বৃহত্তর মুলাগুল এলাকাবীর উদ্যোগে স্থানীয় নয়া বাজারে গত শুক্রবার বাদ মাগরিব এক বিরাট প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ১নং লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির সাবেক জনপ্রিয় চেয়ারম্যান লোভাছড়া চা বাগানের প্রতিষ্ঠাতা মালিক ব্রিটিশ বংশোদ্ভব মি. জেমস লিও ফার্গুসন নানকার সভাপতিত্বে ও যুবনেতা জাকারিয়া সিদ্দিকী লিটনের পরিচালনায় প্রতিবাদ সভায় বৃহত্তর মুলাগুল এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি ও লোভাছড়া পাথর কোয়ারীর সর্বস্তরের ব্যবসায়ীদের উপস্থিতিতে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, কানাইঘাটের সমালোচিত পাথর ব্যবসায়ী হাজী আব্দুল মালিক (মালিক ট্রেডার্স)’র অত্যাচার নির্যাতন মিথ্যা মামলা-হামলার শিকার হয়ে মুলাগুল এলাকার লোকজন আজ দিশেহারা। অবৈধভাবে জাল-জালিয়াতির মাধ্যমে পাথর কোয়ারী এলাকায় নিরীহ লোকজনের জমি দখলের মাধ্যমে মালিক ট্রেডার্স পাথর কোয়ারী এলাকায় রাম রাজত্ব কায়েম করে যাচ্ছে। তার এসব কার্যকলাপের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে নামে-বেনামে লোকজনদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে থাকে। বিগত জোট সরকারের সময় এ মালিক ট্রেডার্স বিএনপির প্রভাবশালী নেতাদের নাম ভাঙ্গিয়ে নিজেকে বিএনপি নেতা পরিচয় দিয়ে পাথর কোয়ারীতে একচেটিয়া প্রভাব খাটিয়ে কোটিপতি বনে যান। বক্তারা আরো বলেন, জোট সরকারের সময় মালিক ট্রেডার্স এলাকার মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্য থেকে শুরু করে অসংখ্য নিরীহ লোকজনের বিরুদ্ধে প্রভাব খাটিয়ে হত্যা, বিষ্ফোরক, নারী নির্যাতন মামলা দিয়ে অসংখ্য লোকজনকে জেল কাটিয়েছে। আজও তার হাতে নির্যাতনের শিকার হয়ে নিরীহ লোকজন মামলা মোকদ্দমা কাধে নিয়ে আদালতের দ্বারে দ্বারে ঘুরছেন। বর্তমান সরকার মতায় আসার পর প্রায় ৬মাস পূর্বে গোপনে মামলা থেকে রক্ষা পেতে আ’লীগে যোগদান করেও আ’লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের গুণরোষের শিকার হয়ে মালিক ট্রেডার্স পর্দার আড়ালে থেকে মুলাগুল এলাকার লোকজনকে হয়রানী করে যাচ্ছে। সম্প্রতি লোভাছড়া কোয়ারীর নিরীহ পাথর ব্যবসায়ী আব্দুল মালিকের জায়গা জমি জাল-জালিয়াতির মাধ্যমে দখল করতে না পেরে মালিক ট্রেডার্স ভাড়াটিয়া গুন্ডাদের মাধ্যমে আব্দুল মালিককে দুদিন গুম করে সিলেটে আটকিয়ে রেখে হত্যার চেষ্টা করে মারধর করে কার্টিজ পেপারে জোরপূর্বকভাবে স্বার আদায় এবং ৪টি ব্ল্যাংক চেক নিয়ে যায়। বক্তারা অভিলম্বে মামলাবাজ মালিক ট্রেডার্সের বিরুদ্ধে তদন্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে মুলাগুল এলাকার লোকজনকে রক্ষা করার জন্য প্রশাসনের প্রতি আহবান জানিয়েছেন। প্রতিবাদ সভায় উপস্থিত ও বক্তব্য রাখেন, সাবেক ইউপি চেয়ারম্যান শমসের আলম, আজিজুল হক, আব্দুল খালেক, হাজী কামাল উদ্দিন, ফখরু চৌধুরী, আ’লীগ নেতা তমিজ উদ্দিন মেম্বার, ছইফ উদ্দিন মেম্বার, নুর উদ্দিন মেম্বার, মড়া মেম্বার, সাবেক ইউপি সদস্য ফখর উদ্দিন, হাফিজ উল্লাহ, শফিকুর রহমান মেনন প্রমুখ। এব্যাপারে হাজী আব্দুল মালিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, মালিক নামে কোন পাথর ব্যবসায়ীকে তিনি গুম করেন নি। বিষয়টি সাজানো নাটক।


শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়