Sunday, March 17

:: নাশকতা ঠেকাতে মাঠে পুলিশ ও বিজিবি ::

হরতাল সমর্থকরা আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবারের সামনে রেখে রোববার রাজধানীতে দুপুরের পর থেকে বাসে আগুন দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে । তবে যে কোনো ধরনের নাশকতা ঠেকাতে ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে পুলিশ ও বিজিবি। রোববার দুপুর ১টার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অন্তত ৫টি বাস-মাইক্রোবাস-পিকআপে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। এতে রাজধানীজুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্ক। পুলিশ এরই মধ্যে জামায়াত-শিবিরের নাশকতা প্রতিরোধে ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। আর সন্ধ্যা থেকে মাঠে নামছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল বলেন, হরতালে নাশকতা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। দু'এক জায়গায় চোরাগোপ্তা আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে সার্বিকভাবে নিরাপত্তায় পুলিশের ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বিজিবির একটি সূত্র সন্ধ্যায় মাঠে নামার বিষয়টি নিশ্চিত করেছে।



বিএনপি-জামায়াতের আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবারের হরতাল শুরুর আগের দিন রোববার দুপুর থেকে নাশকতা শুরু হয়েছে রাজধানীজুড়ে। জামায়াত-শিবিরের কর্মীরা রাজধানীর বিভিন্ন জায়গায় বাসে আগুন দিয়ে আতঙ্ক তৈরি করছে। দুপুর ১টার দিকে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট সংলগ্ন একটি বাসে প্রথম আগুন দেয় শিবির। এরপরপরই মালিবাগ মোড় ও ফার্মগেট এলাকায় বাসে আগুন দেয় হরতাল সমর্থকরা। দুপুর ২টার দিকে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়।



গাড়িতে হঠাৎ করে আগুন দেওয়ার ঘটনায় দুপুরের পর থেকে রাজধানী জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন শুরু হয়েছে। দুপুর ৩টার পর থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে পরিচিত পল্টন, দৈনিক বাংলা, মতিঝিল, যাত্রাবাড়ি, সাইনবোর্ড, হাজারীবাগ, বিজয়নগর, নয়াপল্টন, ফকিরারপুল, কাকরাইল, মালিবাগ, মগবাজার, রামপুরা, বাড্ডা, ফার্মগেট, কারওয়ান বাজার, গাবতলী, মিরপুরসহ বিভিন্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এসব এলাকায় নাশকতা রোধে পুলিশ ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছে। এছাড়া গুরুত্বপূর্ণ সড়কে বাড়ানো হয়েছে পুলিশের টহল। পুলিশের সাঁজোয়া যান এপিসি নিয়ে জোরদার করা হয়েছে টহল। সার্বিক বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল বলেন, হরতালে নাশকতা রোধে রাজধানীজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিচ্ছিন্নভাবে কয়েকটি ঘটনা ঘটেছে। এ জন্য টহল পুলিশ বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, পুলিশ হরতালের নামে যে কোনো ধরনের অরাজকতা রোধে সর্বোচ্চ ব্যবস্থা নেবে। (ফেয়ার নিউজ)




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়