Saturday, March 23

:: ক্ষতিগ্রস্তদের সাহায্যে সরকারকে এগিয়ে আসার আহ্বান খালেদার ::

বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া ব্রাহ্মনবাড়িয়ার রামবাইল, ওশীউড়া ও আখাউড়ায় প্রবল টর্নেডোর আঘাতে ১০ জন মানুষ নিহত, অসংখ্য শিশু-নারী-পুরুষ আহত ও পাঁচ শতাধিক ঘড়বাড়ি বিধ্বস্ত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন । গত শুক্রবার রাতে এক বিবৃতিতে বিএনপি চেয়ারপারসন এ আহ্বান জানান। তিনি আহতদের আশু সুস্থতা কামনা করে তাদের দ্রুত সুচিকিৎসা ও ক্ষতিগ্রস্ত মানুষদের ঘরবাড়ি পুনর্নির্মাণে সাহায্য ও সহযোগিতা করতে সরকার প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি মহান রাব্বুল আলামীনের দরবারে প্রার্থনা করছি, তিনি যেন ক্ষতিগ্রস্ত ও শোকে ম্রিয়মান ব্রাহ্মনবাড়িয়াবাসীকে এই বিশাল শোক ও কষ্ট সইবার ক্ষমতা দান করেন। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকবিহব্বল পরিবারের সদস্যবর্গের প্রতি গভীর সমবেদনা জানান। একই ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন।(ফেয়ার নিউজ)




শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়